Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 15:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এবং এর সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ দ্রাক্ষারস সৌরভজনক পানীয় নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এবং পেয় উৎসর্গের জন্য এক হিনের তিন ভাগের এক ভাগ আঙ্গুর-রস মাবুদের উদ্দেশে খোশবুর জন্য কোরবানী করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এবং সেই সঙ্গে হিনের এক-তৃতীয়াংশ দ্রাক্ষারস দিয়ে পেয়-নৈবেদ্য প্রস্তুত করবে। সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে এই সমস্ত নিবেদন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 এবং পেয় নৈবেদ্যের জন্য এক হিনের তৃতীয়াংশ দ্রাক্ষারস সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে উৎসর্গ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এবং তুমি অবশ্যই পেয় নৈবেদ্যর জন্য 1 1/4 কোয়ার্ট দ্রাক্ষারস উৎসর্গ করবে। এর সুগন্ধ প্রভুকে খুশী করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পেয় নৈবেদ্যের জন্য আঙ্গুর রসের এক হিনের তিন ভাগের এক ভাগ উৎসর্গ করবে। এটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ দেবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 15:7
8 ক্রস রেফারেন্স  

অথবা একটি মেষের সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেলে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দা মিশিয়ে ভোগ প্রস্তুত করবে


যখন তোমরা হোম বা মানতপূরণ কিম্বা স্বস্ত্যয়নের জন্য বৃষ উৎসর্গ করবে,


প্রথম মেষশাবকটির সঙ্গে তুমি এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা এবং এক হিনের সিকি পরিমাণ খাঁটি জলপাইয়ের তেল উৎসর্গ করবে। এর সঙ্গে তুমি এক হিনের সিকি পরিমাণ দ্রাক্ষারস পানীয় নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।


এক ঝুড়ি খামিরবিহীন রুটি, মিহি ময়দার তৈরী তেলে ভাজা পিঠে, তেলেভাজা খামিরবিহীন সরু চাকলি এবং তার সঙ্গে যথাযোগ্য ভোজ্য ও পানীয় নৈবেদ্য আনবে।


তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও এবং বল, আমার উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্য, সুরভিত ভক্ষ্য নৈবেদ্য যথাসময়ে হোমানলে আহুতি দিতে হবে।


প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে পেয় নৈবেদ্য রূপে সিকি হিন দ্রাক্ষাসুরা নিবেদন করবে। তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র স্থানে সেই দ্রাক্ষাসুরা ঢেলে দেবে।


দ্রাক্ষালতা বলল, আমার যে ফলের রসে দেবতা ও মানুষের চিত্ত প্রফুল্ল হয় সেই ফল উৎপাদন করা ছেড়ে দিয়ে আমি কেন বৃক্ষসমাজের উপর কর্তৃত্ব করতে যাব?


সেদিন তারা পশু বলি দিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করল। তারপর সেই বলির প্রসাদ সমস্ত লোককে বিতরণ করল। তার সাথে আরও এক সহস্র বৃষ, এক সহস্র মেষ এবং এক সহস্র মেষ শাবক বেদীতে হোমের আগুণে পূর্ণাহুতি দিল। সুরার নৈবেদ্যও তারা এনেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন