Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 15:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশতঃ করে থাক, তা হলে সমগ্র মণ্ডলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস সুরভি নৈবেদ্যরূপে হোমানলে আহুতি দেবে এবং তার সঙ্গে বিধিসম্মত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য এবং প্রায়শ্চিত্ত বলিসরূপ একটি ছাগ উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশত হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড় ও নিয়ম অনুযায়ী তার সঙ্গে শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ এবং গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল কোরবানী করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 সেসব যদি অনিচ্ছাকৃতভাবে পালন না করো এবং তা যদি সমাজের অজ্ঞাতসারে হয়, তাহলে সমস্ত সমাজ, হোম-নৈবেদ্যরূপে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভির জন্য, এক এঁড়ে বাছুর উৎসর্গ করবে ও সেই সম্পর্কিত শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি ছাগল উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 এবং তাহা যদি মণ্ডলীর অগোচরে প্রমাদবশতঃ হইয়া থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমের জন্য এক গোবৎস ও বিধিমতে তাহার সহিত ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলির জন্য এক ছাগ উৎসর্গ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 সুতরাং যদি তোমরা কোন ভুল কর এবং এই আজ্ঞাগুলো পালন করতে ভুলে যাও তাহলে কি করবে? যদি ইস্রায়েলের সব লোকই ভুল করে, তাহলে সবাই একত্রে প্রভুকে একটি অল্পবয়সী বৃষ হোমবলির নৈবেদ্য হিসেবে প্রদান করবে। তার সুগন্ধ প্রভুকে খুশী করবে। এছাড়াও বৃষের সঙ্গে নৈবেদ্য হিসেবে দেবার জন্যে শস্য এবং পেয় নৈবেদ্য প্রদানের কথা মনে রাখবে। তোমরা অবশ্যই পাপের জন্য একটি পুরুষ ছাগলও নৈবেদ্য হিসেবে প্রদান করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 যদি মণ্ডলীর অজান্তে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত হোমবলির জন্য একটি ষাঁড় উত্সর্গ করবে। নিয়ম অনুসারে তার সঙ্গে ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 15:24
14 ক্রস রেফারেন্স  

তাহলে সে যখন নিজের পাপ সম্পর্কে অবহিত হবে, তখন সে নিজস্ব নৈবেদ্যস্বরূপ নিখুঁত একটি ছাগ নিয়ে আসবে।


নিত্যনৈমিত্তিক হোম ও পেয় নৈবেদ্য ছাড়াও প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করতে হবে।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করে আলাদা করে রাখা নৈবেদ্য ও উপহার সংক্রান্ত বিধি অজ্ঞতাবশতঃ যদি কেউ লঙ্ঘন করে পাপ করে, তাহলে সে পাপমোচনের জন্য পবিত্র পীঠস্থানের শেকেলের নির্ধারিত মাপ অনুযায়ী তুমি যা ধার্য করে দেবে, সেই পরিমাণ রূপোর বিনিময়ে তার পশুপাল থেকে নিখুঁত একটি মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে উৎসর্গ করবে


নির্বাসন থেকে যে ইসরায়েলীরা ফিরে এসেছিল তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করল। তারা সমগ্র ইসরায়েলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য 12টি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করল।


ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠার সময়ে একশো বৃষ, দুইশো মেষ, চারশো মেষশাবক এবং ইসরায়েলের প্রতি বংশের জন্য 12টি ছাগ পাপার্থক বলিরূপে তারা উৎসর্গ করল।


তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি অজ্ঞতা বশতঃ পাপ করে, অর্থাৎ প্রভুর পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তাঁর আজ্ঞা লঙ্ঘন করে তাহলে তাকে এই বিধান পালন করতে হবে।


যদি কোন সমাজপতি পাপ করে, অজ্ঞতাবশতঃ তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে দোষী হয়,


তুমি যে মূল্য ধার্য করে দেবে সে তা দিয়ে পশু পাল থেকে নিখুঁত একটি মেষ সংগ্রহ করে প্রায়শ্চিত্তের বলিস্বরূপ পুরোহিতের কাছে নিয়ে যাবে। সে অজ্ঞতাবশতঃ যে দোষ করেছে পুরোহিত তার প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা পাবে।


বংশপরম্পরায় পালনের জন্য মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর প্রথম দিন থেকে তোমাদের যে সব নির্দেশ দিয়ে এসেছেন তা যদি তোমরা পালন না কর


সেই জন্য তোমাদের মাঝে বসবাসকারী সমস্ত বিদেশী ও ইসরায়েলী সমাজ ক্ষমা লাভ করবে, কেননা সকলেই এই অপরাধের জন্য দায়ী।


এর পর তোমরা প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলিস্বরূপ এক বছর বয়সের দুটি মেষ শাবক উৎসর্গ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন