Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 14:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 প্রভু পরমেশ্বরের বিরোধিতা তোমরা করো না, সে দেশের লোকদের তোমরা ভয়ও করো না, ওদের আমরা সহজেই পরাস্ত করবো। ওদের রক্ষা করার কেউ নেই, কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, সুতরাং তোমরা ওদের ভয় করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কিন্তু তোমরা কোনমতে মাবুদের বিদ্রোহী হয়ো না ও সেই দেশের লোকদেরকে ভয় করো না; কেননা তারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাদের আশ্রয়-ছত্র তাদের উপর থেকে সরিয়ে দেওয়া হল, মাবুদ আমাদের সহবর্তী; তাদেরকে ভয় করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কেবল সদাপ্রভুর বিদ্রোহী হোয়ো না। সেই দেশনিবাসী লোকেদের ভয় পেয়ো না কারণ আমরা তাদের দেশ কুক্ষিগত করব। তাদের নিরাপত্তা বিলীন হয়েছে, কিন্তু সদাপ্রভু আমাদের সহবর্তী আছেন। তাদের থেকে ভীত হোয়ো না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কিন্তু তোমরা কোন মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না, ও সে দেশের লোকদিগকে ভয় করিও না; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহাদের আশ্রয়-ছত্র তাহাদের উপর হইতে নীত হইল, সদাপ্রভু আমাদের সহবর্ত্তী; তাহাদিগকে ভয় করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সুতরাং প্রভুর বিরুদ্ধে যেও না। ঐ দেশের লোকদের ভয় পেও না। আমরা তাদের সহজেই পরাস্ত করব। তারা আর সুরক্ষিত নয়, তা তাদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে প্রভু আছেন। সুতরাং ভয় পেও না!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কিন্তু তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে যেও না ও সে দেশের লোকেদেরকে ভয় কোরো না। কারণ তাদের খাবারের মতই সহজে গ্রাস করব। তাদের আশ্রয় তাদের উপর থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাদেরকে ভয় কোরো না।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 14:9
50 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা তাদের ভয় করো না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ফারাও এবং মিশরীদের যে দশা করেছিলেন, যে সব নিশ্চিত প্রমাণ, অলৌকিক নিদর্শন, অদ্ভুত লক্ষণ তোমরা স্বচক্ষে দেখেছ


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


তোমরা দৃঢ় হও, সাহস কর, ভয় করো না, ওদের ভয়ে ভীত হয়ো না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তোমাদের সঙ্গে থাকবেন, তিনি তোমাদের নিরাশ করবেন না বা পরিত্যাগ করবেন না।


লিভিয়াথানের মস্তকরাজি চূর্ণ করে তুমিই তার দেহ দিয়েছিলে তুলে খাদ্যরূপে প্রাণীকুলের মাঝে।


তাঁর শক্তি মানুষের বাহুবল কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আছেন আমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং প্রভু পরমেশ্বর। রাজার এই কথা শুনে প্রজাবৃন্দ অত্যন্ত উৎসাহিত হল।


আপনাদের এই যুদ্ধে নামতে হবে না, আপনারা শুধু সৈন্য সমাবেশ করে নিজেদের জায়গায় দাঁড়িযে থাকবেন এবং অপেক্ষা করবেন। দেখবেন, প্রভু পরমেশ্বর আপাদের বিজয়ী করবেন। যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! ইতস্ততঃ করো না বা ভীত হয়ো না, তোমরা যুদ্ধযাত্রা কর, প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।


প্রভু পরমেশ্বর স্বয়ং তোমাদের অগ্রণী হবেন এবং তোমাদের সঙ্গে থাকবেন। তিনি তোমাদের নিরাশ করবেন না বা পরিত্যাগ করবেন না, সুতরাং তোমরা ভয় করো না, হতাশ হয়ো না।


মিশর থেকে ঈশ্বর তাকে উদ্ধার করে এনেছেন, বন্যবৃষের বিক্রমের মতই তিনি তার পরাক্রমস্বরূপ। তার বিরোধী জাতিসমূহকে সে করবে গ্রাস, তাদের অস্থি করবে চূর্ণ শরজালে করবে তাদের বিদীর্ণ।


কেউ কোনদিন তোমাকে প্রতিহত করতে পারবে না। আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব, আমি তোমাকে পরিত্যাগ করব না বা তোমার প্রচেষ্টা ব্যর্থ হতে দেব না।


প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক, তিনিই তোমার আচ্ছাদন, তোমার দক্ষিণে তিনি নিত্যবিরাজিত।


দুরাচারীদের কি কোন জ্ঞানই নেই? গ্রাস করে তারা আমারই প্রজাদের, তারা প্রভু পরমেশ্বরকে ডাকে না কখনও।


প্রান্তরে তোমরা যে ভাবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, সে কথা তোমরা মনে রেখ, ভুএলে যেও না। মিশর থেকে তোমরা যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো অবধি তোমরা ক্রমাগত প্রভুর বিরুদ্ধাচরণ করে এসেছ।


কিন্তু তোমরা সেই দেশে গেলে না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে বিরুদ্ধাচরণ করলে,


তুমি দয়াময় ও ক্ষমাশীল। কিন্তু আমরাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি।


আমার শরসমূহকে কবর প্রমত্ত নিহত ও বন্দীদের শোণিত পানে, তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি, শত্রু সেনানীর মস্তক করবে লেহন।


তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।


দেখ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ তোমাদের সামনে রেখেছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বরের নির্দেশ অনুযায়ী এগিয়ে গিয়ে এই দেশ অধিকার কর। ভয় করো না বা নিরাশ হয়ো না।


কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।


অসহায় উদ্বাস্তুরা হিসবোনে আশ্রয়ের আশায় দাঁড়িয়ে আছে, কারণ হিসবোনে আগুন জ্বলছে, সীহোনের রাজপ্রাসাদ থেকে লেলিহান অগ্নিশিখা বেরিয়ে আসছে। মোয়াবের সীমান্ত প্রদেশ এবং যুদ্ধপ্রিয় মোয়াবীদের পর্বতচূড়া গ্রাস করেছে সেই অগ্নি।


কিন্তু তারা বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, দুঃখে ভরে গেল তাঁর অন্তর। ফলে প্রভু পরমেশ্বর তাদের বিপক্ষে দাঁড়ালেন, সংগ্রামে রত হলেন তাদের বিরুদ্ধে।


প্রভু পরমেশ্বর বলেনঃ হে যাকোব, তুমি দুর্বল, নগণ্য হলেও ভয় করো না, আমি তোমায় সহায়। আমিই ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর তোমার পরিত্রাতা।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


তাঁরা প্রত্যেকেই হবেন ঝড়ের দিনের আশ্রয় এবং ঘূর্ণিঝড়ের সময়ে আত্নরক্ষার স্থান স্বরূপ। তাঁরা হবেন মরুভূমিতে জলধারার মত, ঊষর প্রান্তরে বিশাল শৈলের ছায়ার মত।


প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে।


গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়। সেলা


অসরিয় তখন রাজা আসার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি রাজাকে ডেকে বললেন, শুনুন হে রাজা আসা ও তাঁর সমস্ত প্রজাবর্গ এবং তোমরা যারা যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর লোক শোন সকলে! যতদিন তোমরা প্রভু পরমেশ্বরের অনুগত থাকবে ততদিন তিনি তোমাদের সঙ্গে থাকবেন। যতদিন তোমরা তাঁকে চাইবে, ততদিন তোমরা তাঁর সন্ধান পাবে। কিন্তু যদি তোমরা তাঁর দিক থেকে মুখ ফিরাও তাহলে তিনি তোমাদের পরিত্যাগ করবেন।


স্বয়ং ঈশ্বর আমাদের নেতা এবং তাঁর পুরোহিতবৃন্দ তূরীসহ এখানে উপস্থিত, তুরীধ্বনি করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে আহ্বান করার জন্য এরা প্রস্তুত। ইসরায়েলী জনসমাজ, তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করো না! তোমরা কিছুতেই জয়লাভ করতে পারবে না।


যোষেফের বংশধর ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরাও বেথেলের বিরুদ্ধে অভিযান করল। প্রভু পরমেশ্বর তাদের সহায় ছিলেন। তারা বেথেলে গুপ্তচর পাঠাল। (আগে এই নগরটির নাম ছিল লুৎস)।


কারণ তুমি সঙ্গে না গেলে কি করে লোকে জানবে যে আমি ও তোমার এই প্রজারা তোমার অনুগ্রহ লাভ করেছি এবং পৃথিবীর সকল জাতির মধ্যে আমরাই তোমার বিশেষ প্রজারূপে মনোনীত হয়েছি?


আমার মৃত্যু আসন্ন। ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন এবং তিনিই তোমাকে পিতৃপুরুষদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন।


আমরা পাপ করেছি, মন্দ পথে চলেছি, অন্যায় আচরণ করেছি। অমান্য করেছি তোমার অনুশাসন। তোমার নির্দেশিত সত্য পথ পরিহার করেছি।


তখন আমি তোমাদের বললাম, বিচলিত হয়ো না, ওদের ভয় করো না,


সব ব্যবস্থা পরিদর্শন করার পর আমি দাঁড়িয়ে উঠে সম্ভ্রান্ত ব্যক্তিদের, সরকারী কর্মচারীদের এবং অবশিষ্ট সকলকে বললাম, শত্রুদের ভয় করো না। মহান ও ভয়ঙ্কর পরমেশ্বরকে স্মরণ কর আর তোমাদের ভাই, ছেলে, মেয়ে, স্ত্রী ও তোমাদের গৃহের জন্য যুদ্ধ কর।


ব্যাবিলন রাজকে আর তোমরা ভয় করো না। আমি তোমাদের সঙ্গে আছি, তার হাত থেকে আমি তোমাদের উদ্ধার করব।


মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।


তখন মোশি সামনে জনতাকে থামিয়ে দিয়ে কালেব বললেন, চল, আমরা এখনই গিয়ে সেই দেশ দখল করি, সে দেশ জয় করার ক্ষমতা আমাদের আছে।


মোশি ইসরায়েলীদের এ কথা বললেন এবং তাদের গোষ্ঠী প্রধানেরা তখন প্রত্যেক গোষ্ঠী প্রধানের জন্য একটি করে মোট বারোটি যষ্টি তাঁকে দিলেন। হারোণের যষ্টিও এর মধ্যে ছিল।


ইসরায়েলীরা যেখানে ছাউনি ফেলেছিল, সেই প্রান্তরে কোথাও জল ছিল না। তাই লোকেরা মোশি ও হারোণের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠল।


অতএব প্রভুর সেদিনের প্রতিশ্রুতি অনুযায়ী এই পার্বত্য অঞ্চল তুমি আমাকে দাও। তুমি সেদিন শুনেছিলে যে দৈত্য সদৃশ অনাকীরা সেখানে বাস করে এবং তাদের নগরগুলি খুব বড় ও সুরক্ষিত। প্রভু পরমেশ্বর হয়তো আমার সহায় হবেন এবং তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমিই তাদের বিতাড়িত করতে পারব।


এস, দেখ প্রভুর মহান কীর্তি, দেখ, কী বিস্ময়কর কীর্তি তিনি সাধন করেছেন পৃথিবীতে।


তারপর তারা অবজ্ঞা করল সেই মনোরম দেশ, তারা বিশ্বাস করল না ঈশ্বরের প্রতিশ্রুতিতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন