Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 14:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই লোকগুলি আর কতকাল আমাকে অগ্রাহ্য করবে? এদের মাঝে আমার সমস্ত অলৌকিক নিদর্শন প্রদর্শিত হওয়া সত্ত্বেও এরা আর কতকাল আমাকে অবিশ্বাস করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর মাবুদ মূসাকে বললেন, এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করবে? আমি এদের মধ্যে যেসব চিহ্ন-প্রমাণ রেখেছি, তা দেখেও এরা কত কাল আমার প্রতি অবিশ্বাসী থাকবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সদাপ্রভু মোশিকে বললেন, “কত কাল এই লোকেরা আমার অবমাননা করবে? তাদের মধ্যে আমার সমস্ত অলৌকিক চিহ্নকাজ প্রদর্শিত হওয়া সত্ত্বেও, কত কাল তারা আমাকে বিশ্বাস করতে অস্বীকার করবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করিবে? এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন-কার্য্য করিয়াছি, তাহা দেখিয়াও ইহারা কত কাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রভু মোশিকে তখনই বললেন, “এইসব লোকরা আর কতদিন আমার বিরুদ্ধাচরণ করবে? তাদের মধ্যে আমি যে সব নানা অলৌকিক কাজ করেছি তা দেখা সত্ত্বেও এরা কতদিন আমাকে অবিশ্বাস করবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সদাপ্রভু মোশিকে বললেন, “এই লোকেরা আর কতকাল আমাকে অবজ্ঞা করবে? আমি এদের মধ্যে যেসব চিহ্ন কাজ করেছি, তা দেখেও এরা কতকাল আমার প্রতি বিশ্বাস করতে ব্যর্থ থাকবে?

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 14:11
29 ক্রস রেফারেন্স  

তারপর তারা অবজ্ঞা করল সেই মনোরম দেশ, তারা বিশ্বাস করল না ঈশ্বরের প্রতিশ্রুতিতে।


কিন্তু এইসব ঘটনা সত্ত্বেও তারা পাপাচরণ করে চলল, ঈশ্বরের অলৌকিক কীর্তিকলাপ দেখেও তারা বিশ্বাস করল না তাঁকে।


কারণ ঈশ্বরে বিশ্বাস ছিল না তাদের, তাঁর ত্রাণশক্তিতে তারা করেনি নির্ভর।


কিন্তু এ কথা বলা সত্ত্বেও তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে বিশ্বাস করলে না,


তাহলে উদ্ধত, অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।


সকলের সামনে বহু ঐশী নিদর্শনযুক্ত কাজ করা সত্ত্বেও তারা যীশুকে বিশ্বাস করল না।


আর কত কাল আমার বিরুদ্ধে এই দুষ্ট প্রকৃতির লোকদের বিক্ষোভ আমি সহ্য করব? আমার বিরুদ্ধে ইসরায়েলীদের অসন্তোষের কথা আমি শুনেছি।


সেইজন্য আমি তাদের পিতৃপুরুষদের যে দেশ দেব বলে শপথ গ্রহণ করেছিলাম, সেই প্রতিশ্রুত দেশে তারা কেউ প্রবেশ করতে পারবে না। যারা আমাকে অবজ্ঞা করেছে তারা কেউ সে দেশ দেখতে পাবে না


কাদের সম্পর্কে তিনি শপথ করে বলেছিলেন যে, তারা শান্তি ও বিশ্রাম থেকে চিরতরে বঞ্চিত হবে ও তাঁর প্রতিশ্রুত আবাস ভূমিতে প্রবেশ লাভ করতে পারবে না? যারা অবাধ্য হয়েছিল তাদের সম্পর্কে নয় কি?


সেদিন ঈশ্বরের কথা শুনেও কারা বিদ্রোহ করেছিল? মোশির নেতৃত্বে যারা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিল তারা নয় কি?


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, আর কতকাল তোমরা আমার নির্দেশ অমান্য করে চলবে?


তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।


কিন্তু যদি আমি সেই কাজ করি তাহলে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজকে তার প্রমাণ স্বরূপ বিশ্বাস কর। তাহলেই তোমরা বুঝতে পারবে যে পিতা আমার মধ্যে বিদ্যমান এবং আমিও পিতার মধ্যে বিদ্যমান।


যীশু তাঁদের বললেন, হে বিস্বাসহীন যুগের মানুষ আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব? কতদিন তোমাদের জন্য ধৈর্য ধরে থাকব? নিয়ে এস ওকে আমার কাছে।


যীশু বললেন, অবিশ্বাসী ও স্বেচ্ছাচারী বংশ। আর কত কাল আমি তোমাদের মধ্যে থাকব? কতকাল আমি তোমাদের সহ্য করব?


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, তোমাদের পিতৃপুরুষদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে আমি যেমন তোমাদের অনিষ্ট করার সঙ্কল্প করেছিলাম, এবং অনিষ্ট করেওছিলাম,


আমি ঘৃণা করি শমরিয়ার স্বর্ণবৃষের উপাসনা, তাদের উপর জ্বলে ওঠে আমার ক্রোধ। কবে তারা প্রতিমাপূজা ত্যাগ করবে?


জেরুশালেম, তোমার অন্তর থেকে সমস্ত মন্দতা ধুয়ে ফেল যাতে রক্ষা পাও। আর কতদিন তুমি ডুবে থাকবে পাপচিন্তার মধ্যে?


ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?


মরুপ্রান্তর পার হয়ে আসার সময় মরিবা ও মাস্‌সায় সেদিন তোমরা যেমন করেছিলে তেমন ভাবে হৃদয় কঠিন করো না তোমরা।


মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের আরাধ্য প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আর কতকাল তুমি আমার অবাধ্য হয়ে চলবে? আমার প্রজাদের ছেড়ে দাও, তারা আমার উপাসনা করবে।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি এই লোকদের চিনি, এরা অত্যন্ত অবাধ্য এক জাতি


প্রভু পরমেশ্বর সেদিন ক্রুদ্ধ হয়ে এই বলে শপথ করেছিলেন,


এই দুষ্ট লোকেরা আমাকে মান্য করতে অস্বীকার করেছে। ওরা যেমন মন্দ, তেমনি জেদী। অন্য দেবতারই পূজা করে ওরা। তাই তারা হবে এই কটিবন্ধনীগুলির মত, যার কোনটাই আর অক্ষত নেই।


কিন্তু সেই মরুপ্রান্তরেও তারা আমার বিরুদ্ধাচরণ করল। তারা আমার বিধান ভঙ্গ করল, আমার সেই অনুশাসন প্রত্যাখ্যান করল, যে অনুশাসন পালনে মানুষ জীবন লাভ করে। তারা সাব্বাথ দিনকে সম্পূর্ণভাবে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরে ক্রোধের প্রচণ্ডতায় আমি তাদের ধ্বংস করতে মনস্থ করলাম।


তাঁকে তোমরা শ্রদ্ধা কর, তাঁর কথা শুনো। তাঁর বিরুদ্ধাচরণ করো না, তাহলে তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। কারণ তিনি আমারই প্রেরিত দূত। আমার ক্ষমতা তাকে আমি অর্পণ করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন