Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 যিহুদা গোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 শিমিয়োন-বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালুত;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির ছেলে কালেব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালেব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যিহূদার পরিবারগোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:6
16 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিদের নাম যথাক্রমে এই: গোষ্ঠী গোষ্ঠীপতি যিহুদা যিফুন্নির পুত্র কালেব শিমিয়োন অম্মীহুদের পুত্র শমূয়েল বিন্যামীন কিশলোনের পুত্র ইলীদদ দান যগলির পুত্র বুক্কি মনঃশি এফোদের পুত্র হন্নীয়েল ইফ্রয়িম শিপ্তনের পুত্র কমূয়েল সবুলূন পর্ণকের পুত্র ইলীষাফণ ইষাখর অসসনের পুত্র পলটিয়েল আশের শলোমির পুত্র অহীহূদ নপ্তালি অম্মীহূদের পুত্র পদহেল


যাঁরা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তাঁদের মধ্যে দুইজন, নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব নিজেদের পরণের বস্ত্র ছিঁড়ে ইসরায়েলী জনমণ্ডলীকে সম্বোধন করে বললেন,


তাদের মধ্যে কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব এবং নুনের পুত্র যিহোশূয় ছাড়া আর কেউ আমার প্রতিশ্রুত সেই দেশে যেতে পারবে না।


তখন মোশি সামনে জনতাকে থামিয়ে দিয়ে কালেব বললেন, চল, আমরা এখনই গিয়ে সেই দেশ দখল করি, সে দেশ জয় করার ক্ষমতা আমাদের আছে।


যিফুন্নির পুত্র কালেবের তিন পুত্র: ইরু, এলাহ্‌ এবং নয়ম। এলাহ্‌র পুত্র কেনস্‌।


কারণ প্রভু পরমেশ্বর বলেছিলেন, প্রান্তরেই তাদের মৃত্যু হবে। তাদের মধ্যে যিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও আর অবশিষ্ট ছিল না।


কিন্তু আমার দাস কালেব-এর মনোভাব ছিল ভিন্ন, সে একান্তভাবে আমার অনুগত, তাই সে পর্যবেক্ষণের জন্য যে দেশে গিয়েছিল, সেখানে আমি তাকে নিয়ে যাব ও তার বংশধরেরা সেই দেশ অধিকার করবে।


পর্যবেক্ষকদের মধ্যে কেবলমাত্র নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব বেঁচে রইলেন।


শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির পুত্র শাকট,


ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের পুত্র যিগাল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন