Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 মোশিকে তাঁরা বললেন, আপনি আমাদের যে দেশে পাঠিয়েছিলেন আমরা সেখান গিয়েছিলাম। দুধ ও মধুর প্রাচুর্যে সে দেশ উচ্ছল, এই দেখুন সেই দেশের ফল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আর তাঁকে এই বৃত্তান্ত বললেন, আপনি আমাদের যে দেশে প্রেরণ করেছিলেন আমরা সেখানে গিয়েছিলাম; দেশটি দুগ্ধ-মধু-প্রবাহী বটে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 তাঁরা মোশিকে বর্ণনা দিয়ে বললেন, “আপনি যে দেশে আমাদের পাঠিয়েছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। সেই দেশ অবশ্যই দুধ ও মধু প্রবাহী! এই ফলগুলি, সেই দেশের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর তাঁহাকে বৃত্তান্ত কহিলেন, বলিলেন, আপনি আমাদিগকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন, আমরা তথায় গিয়াছিলাম; দেশটী দুগ্ধমধুপ্রবাহী বটে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তারা মোশিকে বলল, “আমরা সেই দেশে গেলাম যেখানে আপনি আমাদের পাঠালেন। সেই দেশটি প্রচুর ভালো ভালো দ্রব্যসামগ্রীতে পরিপূর্ণ। এখানে এমন কিছু ফল আছে যা ওখানে ফলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 তাঁরা মোশিকে বললেন, “আপনি আমাদেরকে যে দেশে পাঠিয়ে ছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম; দেশটিতে সত্যিই দুধ ও মধু প্রবাহিত হয়; আর এই দেখুন, তার ফল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:27
22 ক্রস রেফারেন্স  

মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।


মিশরের দুর্দশা থেকে উদ্ধার করে আমি তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের দেশে নিয়ে যাব। সুজলা, সুফলা, প্রাচুর্যে উচ্ছল সেই দেশ।


প্রভু পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কনানী, হিত্তীয়, ইমোরী, হিব্বীয় এবং যিবুষী প্রভৃতি জাতি যে দেশে বাস করে, সুজলা-সুফলা সমৃদ্ধিশালী সেই কনান দেশ তিনি তোমাদের দান করবেন। প্রভু পরমেশ্বর যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন সেখানেও তোমরা এই মাসে এই অনুষ্ঠান পালন করবে।


তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, সুজলা সুফলা সমৃদ্ধ সেই দেশে তাদের নিয়ে যাওয়ার পর তারা যখন প্রচুর আহার্যে তৃপ্ত ও হৃষ্টপুষ্ট হবে তখন তারা অন্য দেবতাদের দিকে আকৃষ্ট হবে এবং তাদের পূজা-অর্চনা করবে। আমাকে তারা অবজ্ঞা করবে ও আমার সঙ্গে তাদের সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।


শস্য শ্যামলা প্রাচুর্যময় এক দেশে তোমরা যাবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি, পথেই হয়তো আমি তোমাদের সংহার করব।


এবং তার উপরে এই বিধানের সমস্ত বাক্য লিপিবদ্ধ করবে। জর্ডন নদী পার হওয়ার পর তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুত সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে প্রবেশ করে,


এবং এইখানে এনে সুজলা সুফলা প্রাচুর্যময় এই দেশ আমাদের দিলেন।


প্রভু তোমাদের পিতৃপুরুষদের ও তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজলা-সুফলা সেই দেশে দীর্ঘকাল বাস করতে পারবে।


হে ইসরায়েলকুল! শোন, তোমরা এ সবই সযত্নে পালন করবে, তাহলে তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা অতিশয় বৃদ্ধিলাভ করবে।


প্রভু পরমেশ্বর যদি আমাদের উপর প্রসন্ন হন তাহলে তিনি নিশ্চয়ই সেই দেশে আমাদের নিয়ে যাবেন, সুজলা সুফলা সেই দেশ তিনি আমাদের দেবেন।


তাই সেই মরু প্রান্তরেই আমি প্রতিজ্ঞা করলাম যে, সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে আমি তাদের নিয়ে যাব না।


সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।


তুমি তাদের দিয়েছ এই সুজলা, সুফলা, সমৃদ্ধ দেশ, যে দেশ দেবার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে তাদের পিতৃপুরুষদের।


যে সব যোদ্ধা মিশর থেকে বেরিয়ে এসেছিল তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ অমান্য করায় তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ইসরায়েলীরা চল্লিশ বছর প্রান্তরে ঘুরে বেড়িয়েছিল। কারণ সুজলা শুফলা যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি প্রভু পরমেশ্বর তাদের পিতৃপুরুষদের কাছে দিয়েছিলেন সেই দেশ তিনি তাদের কাউকে দেখতে দেবেন না বলে শপথ করেছিলেন।


কিন্তু তোমাদের আমি বলেছি, তোমরা সেই দেশের অধিকার লাভ করবে, শস্য শ্যামল প্রাচুর্যময় সেই দেশ তোমাদের ভোগদখলের জন্য আমি দেব। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। অন্যান্য জাতির মধ্য থেকে আমি তোমাদের পৃথক করেছি।


যে দেশ আমরা দেখতে গিয়েছিলাম সেই দেশ খুবই ভাল।


সুজলা সুফলা কোনও দেশও তুমি আমাদের আনতে পার নি কিংবা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাকুঞ্জের কোন উত্তরাধিকারও আমাদের দাও নি। এখনও তুমি আমাদের প্রতারণা করার চেষ্টা করছ?


তোমার প্রজারা অধিকার করেছিল তাদের সুরক্ষিত দুর্গ-নগরী, উর্বরা ভূমি, অধিকার করেছিল ধনসম্পদে ভরা আবাসগুলি, খনিত কূপ, জলপাই বন ও দ্রাক্ষাকুঞ্জ। আহার করত তারা পরম তৃপ্তিভরে, স্বাস্থ্যবানও তারা হয়েছিল, তোমার দেওয়া উৎকৃষ্ট দ্রব্য তারা করেছিল ভোগ।


এই প্রান্তরে এনে মেরে ফেলার জন্য তুমি শস্য শ্যামলা দেশ থেকে আমাদের বার করে এনেছ, এটাই কি যথেষ্ট নয়? এর পরেও কি তুমি আমাদের উপর কর্তৃত্ব করতে চাও?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন