Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তাঁরা নেগেব-এর মধ্য দিয়ে হিব্রোণে উপস্থিত হলেন, সেখানে তখন অহিমান, শেশয় ও তলময় নামে অনাকী দৈত্যদের তিন বংশধর বাস করত। মিশরের সোয়ান নগর প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নগর নির্মিত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বিশেষত দক্ষিণ দিক দিয়ে উঠে গিয়ে হেবরনে উপস্থিত হলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্‌ময় নামে অনাকের তিনটি সন্তান ছিল। মিসর দেশের সোয়ন নগর গড়ে উঠবার সাত বছর আগে হেবরন নগর গড়ে উঠেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 তাঁরা নেগেভ হয়ে নিরীক্ষণ করে হিব্রোণে এলেন। সেখানে অহীমান, শেশয়, ও তল্‌ময় নামবিশিষ্ট, অনাকের তিনজন উত্তরাধিকারী বসবাস করত। (মিশরে সোয়ন নির্মিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নির্মিত হয়েছিল।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 বিশেষতঃ দক্ষিণদিক্‌ দিয়া উঠিয়া গেলেন, ও হিব্রোণে উপস্থিত হইলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্‌ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূর্ব্বে হিব্রোণের পত্তন হইয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 তারা নেগেভের মধ্য দিয়ে দেশে প্রবেশ করে হিব্রোণে গেল। (মিশরের সোয়ন শহর তৈরীর সাত বছর আগে হিব্রোণ শহর তৈরী হয়েছিল।) অহীমান, শেশয় এবং তল্ময় ওখানে বাস করতেন। তাঁরা ছিলেন অনাকের উত্তরপুরুষ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 তাঁরা নেগেভ থেকে চলে গিয়ে হিব্রোণে উপস্থিত হলেন। সেখানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিশরের সোয়নের গড়ে উঠার সাত বছর আগে হিব্রোণ গড়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:22
21 ক্রস রেফারেন্স  

তিনি দেখালেন তাঁর পরাক্রম মিশর দেশের সোয়ান প্রান্তরে, সাধন করলেন অলৌকিক কার্যসমূহ।


তাদের পূর্বপুরুষদের সাক্ষাতে মিশর দেশের সোয়ানের প্রান্তরে তিনি সম্পাদন করেছিলেন পরমাশ্চর্য কার্যকলাপ।


সোয়ান নগরের নেতারা নির্বোধ! মিশরের সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি মূর্খের মত পরামর্শ দেয়। এত বড় স্পর্ধা তাদের যে তারা রাজার কাছে নিজেদের প্রাচীনকালের প্রাজ্ঞ পণ্ডিত ও রাজাদের উত্তরসূরী বলে পরিচয় দেয়।


তাদের রাষ্ট্রদূতেরা ইতিমধ্যেই মিশরের সোয়ন ও হানেষে এসে গেলেও


তারা হিব্রোণ নিবাসী কনানীদেরও আক্রমণ করল এবং শেশয়, অহিমোন ও তল্‌ময় গোষ্ঠীর লোকদের পরাস্ত করল। (আগে হিব্রোণের নাম ছিল কিরিয়াত-আর্বা)।


সোয়ান এবং মেম্‌ফিসের নেতারা নির্বোধ। জাতিকে তাদের নেতৃত্ব দেবার কথা, কিন্তু তারা সেই কাজ না করে তাদের বিপথে চালনা করেছে।


তিনি হিব্রোণে থেকে যিহুদীয়ার উপরে সাড়ে সাত বছর রাজত্ব করেন।


দাউদ প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি যিহুদীয়ার কোনও শহরে গিয়ে তার পরিচালনার ভার নেব? প্রভু পরমেশ্বর তাঁকে সম্মতি জানালেন, দাউদ বললেন, কোন শহরে যাব? তিনি জানালেন, হিব্রোণ।


পুরোহিত হারোণের বংশধরদের তারা সংলগ্ন চারণভূমিসহ হিব্রোণ নগরটি দিল। অনিচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করে ফেলত এটি ছিল তাদের আশ্রয় গ্রহণের জন্য নির্মিত অভয়পুরী। এ ছাড়াও সংলগ্ন চারণভূমিসহ লিব্‌না, যাত্তীর, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বেথ-শেমেশ — মোট নয়টি নগর তারা এই দুই গোষ্ঠীর এলাকা থেকে তাদের দিল।


সেখানে আমরা অনাকের বংশধর দৈত্যদের দেখেছি (অনাক বংশীয়দের উৎপত্তি দৈত্যকুল থেকে।) তাদের কাছে আমরা ফড়িং-এর মত আর তারাও আমাদের সেই রকমই মনে করে।


কনান দেশ পর্যবেক্ষণ করতে পাঠাবার সময় মোশি তাঁদের বললেন, তোমরা নেগেব-এর পথ ধরে পাহাড়ী অঞ্চলে চলে যাও।


পরে কনান দেশের কিরিয়াত-অরাবায় অর্থাৎ হিব্রোণে তিনি মারা যান। অব্রাহাম সারার শিবিরে গিয়ে তার জন্য শোক প্রকাশ ও অশ্রুপাত করলেন।


তাঁর শিবির তুলে নিয়ে হিব্রোণে মাম্রের ওক বনের কাছে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।


কিন্তু সেই দেশের অধিবাসীরা বলবান এবং সেখানকার নগরগুলিও প্রাচীর ঘেরা ও বিরাট। সেখানে আমরা অনাকী দৈত্যদের বংশধরদের দেখেছি।


তারা বহুসংখ্যক ও দীর্ঘকায় দৈত্যদের বংশধর। তোমরা তাদের জান, এবং তাদের সম্পর্কে এই প্রবাদ শুনেছ, ‘দৈত্যদের মুখোমুখি কে দাঁড়াতে পারে?’—;


ইগ্‌লোন থেকে যিহোশূয় ইসরায়েলীদের সঙ্গে নিয়ে হিব্রোণের দিকে অভিযান করলেন। ইসরায়েলীরা সেই নগর আক্রমণ করে দখল করল।


সেখানে ছিল ইশবীবেনোব নামে বিরাটাকায় দুর্দান্ত এক যোদ্ধা। তার কোমরে বাঁধা ছিল নতুন তরোয়াল আর হাতে তিনশো শেকেল ওজনের ব্রোঞ্জের তৈরী বর্শা। সে এগিয়ে এল দাউদকে হত্যা করবে বলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন