Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 11:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 মোশি ইসরাযেলীদের কান্নাকাটি শুনতে পেলেন। তারা সপরিবারে ছাউনির মুখে বসে কান্নাকাটি করছিল। এতে প্রভু পরমেশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মোশিও অসন্তুষ্ট হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 মূসা লোকদের কান্না শুনলেন, তারা গোষ্ঠীগুলোর মধ্যে প্রত্যেকে নিজ নিজ তাঁবুর দরজার কাছে কাঁদছিল; আর এতে মাবুদের ক্রোধ অতিশয় প্রজ্বলিত হল এবং মূসাও অসন্তুষ্ট হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 মোশি প্রত্যেক পরিবারের বিলাপ শুনতে পেলেন। তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশ মুখে ছিল। সদাপ্রভু ভয়ংকর রুষ্ট হওয়াতে, মোশি উদ্বিগ্ন হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 —মোশি লোকদের রোদন শুনিলেন, তাহারা গোষ্ঠী সকলের মধ্যে প্রত্যেকে আপন আপন তাম্বু-দ্বারে কাঁদিতেছিল; আর সদাপ্রভুর ক্রোধ অতিশয় প্রজ্বলিত হইল; মোশিও অসন্তুষ্ট হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 মোশি লোকদের অভিযোগ করতে শুনল। প্রত্যেক পরিবারের লোকরা তাদের তাঁবুর দরজায় বসে এই অভিযোগ করছিল। প্রভু এতে খুব ক্ষুব্ধ হলেন এবং এটা মোশিকেও মনঃক্ষুন্ন করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 মোশি লোকেদের কান্না শুনলেন, তারা সমস্ত গোষ্ঠীর মধ্যে নিজেদের তাঁবুর প্রবেশপথে কাঁদছিল। সদাপ্রভুর খুব রেগে গেলেন এবং মোশির কাছেও তাদের অভিযোগ ভুল ছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 11:10
19 ক্রস রেফারেন্স  

তাদের এ কথা শুনে ক্রুদ্ধ হলেন প্রভু পরমেশ্বর যাকোবের বিরুদ্ধে প্রজ্বলিত হল তাঁর কোপানল, ইসরায়েলের বিরুদ্ধে প্রকুপিত হল তাঁর রোষ।


এই দেখে যীশু বিরক্ত হয়ে তাঁদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না ওদের। ঈশ্বরের রাজ্য এদের মত লোকদের জন্যই।


যীশু তাদের কঠোর মনোভাব দেখে খুব দুঃকিত হলেন এবং রেগে গিয়ে তাদের সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে লোকটিকে বললেন, বাড়িয়ে দাও তোমার হাত। সে হাত বাড়িয়ে দিল এবং তার হাত সুস্থ হয়ে গেল।


যে দেশ আমি তোমাদের দিয়েছিলাম সেই দেশ তোমাদের ছেড়ে যেতে হেব। তোমাদের অজ্ঞাত এক দেশে তোমাদের শত্রুদের সেবা করাব আমি। কারণ আগুনের মত আমার ক্রোধ। কখনও নিভবে না সে আগুন।


প্রভু পরমেশ্বরের ক্রোধের আগুন তাঁর প্রজাদের উপরে জ্বলে উঠেছে, তিনি তাদের দণ্ডদানে উদ্যত হয়েছেন। এবার পর্বতরাজি থর থর করে কাঁপবে, মৃতদেহ আবর্জনার মত রাস্তায় ছড়িয়ে পড়ে থাকবে। তারপরেও তাঁর ক্রোধ প্রশমিত হবে না, দণ্ডদানে উদ্যত হয়ে থাকবে তাঁর হাত।


হে প্রভু পরমেশ্বর যারা বিদ্বেষ করে তোমায়, আমি ঘৃণা করি তাদের! তোমার বিরুদ্ধাচরণ করে যারা, তাদের প্রতি আমার চরম অবজ্ঞা!


নিজেদের শিবিরে তারা শুরু করল বচসা প্রভু পরমেশ্বরের কথায় করল না কর্ণপাত।


মহাক্রোধে ঈশ্বর জ্বলে উঠলেন, পরিত্যাগ করলেন ইসরায়েলকে।


এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে, পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে, পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি।


তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।


তখন তারা কোরহ্, দাথন ও অবীরামের তাঁবুর চারপাশ থেকে দূরে সরে গেল। দাথন ও অবীরাম তাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের নিয়ে তাদের তাঁবুর দ্বারে এসে দাঁড়াল।


(পৃথিবীতে সকল মানুষের মধ্যে মোশিই ছিলেন সবচেয়ে নম্র)।


এক সময় ইসরায়েলীরা তাদের দুঃখকষ্ট সম্পর্কে বিক্ষোভ প্রকাশ করতে লাগল। তাদের কথা শুনে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল। প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা এসে তাদের মধ্যে জ্বলে উঠল এবং তাদের ছাউনির এক প্রান্ত গ্রাস করল।


রাত্রে তাঁবুর উপর শিশিরের সঙ্গে মান্নাও ঝরে পড়ত।


মোশি প্রভুকে বললেন, তুমি কেন তোমার এই দাসকে এই দুদর্শায় ফেলেছ? আমি কিসের জন্য তোমার এত বিরাগভাজন হলাম যার ফলে এই লোকদের বোঝা তুমি আমার উপর চালিয়ে দিয়েছ?


তাঁদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল, তিনি অন্তর্হিত হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন