Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 রাতের বেলা চোর এলে তার যা ইচ্ছা তাই নিয়ে যায়। লোকে আঙুর ফল তোলার সময় কিছু ফল থেকেই যায়। হায়! শত্রুরা কিন্তু তোমার কিছুই বাকী রাখবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমার কাছে যদি চোরেরা আসে, রাত্রিকালীন বিনাশকারীরা আসে— তুমি কেমন উচ্ছিন্ন হবে!— তবে তারা কি কেবল প্রয়োজনমত চুরি করবে? তোমার কাছে যদি আঙ্গুর সংগ্রহকারীরা আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “যদি চোরেরা তোমাদের কাছে আসত, যদি রাত্রে দস্যুরা আসত, তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!— তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না? যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমার নিকটে যদি চোরেরা আইসে, রাত্রিকালীন বিনাশকেরা আইসে— তুমি কেমন উচ্ছিন্ন হইল!— তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে? তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 সত্যিই তোমার বিনাশ হবে! চোররা তোমার কাছে আসবে! আর, ডাকাতরা রাত্রিবেলায় আসবে! ওই চোরেরা যা চায় তার সবই নিয়ে যাবে! যখন শ্রমিকরা তোমাদের ক্ষেতে দ্রাক্ষাসমূহ সংগ্রহ করে তারা অন্তত কয়েকটা দ্রাক্ষা ফেলে রেখে যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যদি চোরেরা তোমার কাছে আসে, যদি ডাকাতেরা রাতের বেলায় আসে (কিভাবে তুমি বিনষ্ট হবে!), তবে কি তারা, তাদের যতটা ইচ্ছা ততটাই চুরি করবে না? যদি আঙ্গুর সংগ্রহকারীরা তোমার কাছে আসে, তবে তারা কি কিছু ফল অবশিষ্ট রাখে না?

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:5
13 ক্রস রেফারেন্স  

লোকে যখন আঙুর তোলে তখন কিছু আঙুর গাছে রেখে দেয় এবং রাতে চোর-ডাকাতরা যখন আসে, তখন তারা যেটি চায়, শুধু সেইটাই নিয়ে যায়।


দ্রাক্ষাকুঞ্জ থেকে আঙুর সংগ্রহ করার সময় দ্বিতীয়বার তুমি আঙুর কুড়াবে না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে রেখ।


মাত্র মুষ্টিমেয় কিছু লোক বেঁচে থাকবে এবং ইসরায়েল হবে একটি জলপাই বৃক্ষের মত, যে বৃক্ষের একেবারে উপরের ও নীচের দুই-একটি শাখা ছাড়া গাছের সব ফল ঝাঁকিয়ে পেড়ে নেওয়া হয়েছে। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


এই সেই প্রমত্তা নগরী, যে আত্মম্ভরীতায় সে বলত: আমরা সুরক্ষিত ও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম! আজ সে হয়েছে পতিতভূমি, বন্য জন্তুর আস্তানা। পথচারীরা তার পাশ দিয়ে যাবার সময় তার দিকে তাকাবে তাচ্ছিল্যভরে।


ধিক্‌ আমাকে! গ্রীষ্মের ফসল আহরণের শেষে, দ্রাক্ষাকুঞ্জের দ্রাক্ষাচয়নের পরক্ষেতের যে দশা হয়, আমারও হয়েছে সেই দশা! মুখে দেওয়ার মত একগুচ্ছ আঙ্গুরও নেই, প্রাণকে তৃপ্ত করার মত একটি পাকা ডুমুরও পড়ে নেই।


একদা জনাকীর্ণ জেরুশালেমের জনপদ আজ পড়ে আছে জনহীন, বিশ্ববন্দিতা নগরীর দশা আজ অনাথা বিধবার মত করুণ! গৌরবের শিখরে রাণীর আসনে যে ছিল অধিষ্ঠিতা সে আজ অবহেলিতা দাসীর মত।


ব্যাবিলন সারা পৃথিবীকে অস্ত্রের আঘাতে খণ্ড খণ্ড করে দিয়েছে। এবারে সেই অস্ত্র গিয়েছে ভেঙ্গে। সেই দেশের দুর্দশায় সমস্ত জাতি আজ স্তম্ভিত, নির্বাক।


সমস্ত ফসল তোলা শেষ হয়ে গেলে ক্ষেত যেমন রিক্ত হয়ে যায়, গাছ থেকে সমস্ত জলপাই পেড়ে নেওয়া হলে যে শূন্য অবস্থার সৃষ্টি হয়, দ্রাক্ষাকুঞ্জের শেষ দ্রাক্ষাটি তুলে নেওয়া হলে যে নিঃস্বতা বিরাজ করে, সমগ্র পৃথিবীর প্রত্যেকটি জাতির এই অবস্থা হবে।


হে ব্যাবিলনরাজ, উজ্জ্বল প্রভাতী তারা, হে ঊষানন্দন! স্বর্গ থেকে পতন হয়েছে তোমার! অতীতে তুমি জয় করেছ বহু রাজ্য, কিন্তু আজ তুমি নিক্ষিপ্ত হয়েছ ধরার দূলায়।


হে ইসরায়েল, তোমারই পর্বতে তোমার গৌরব নিহত হল কি করুণভাবে পতন হল সেই মহাবীরদের!


তারা তার যন্ত্রমা দেখে ভয়ে দূরে সরে যাবে, বলবেঃ “হে মহানগরী, হয়া, এ কি দুর্ভাগ্য তোমারহায় ক্ষমতাময়ী ব্যাবিলন,মুহূর্তেই হল শেষ তোমার বিচার।”


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, ইসরায়েলীদের অবশিষ্ট লোকেরা হবে এমন একটি দ্রাক্ষাক্ষেত্রের মত, যা কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। সুতরাং এখনও সময় আছে। সময় থাকতে তুমি তোমার সাধ্য অনুযায়ী তাদের প্রত্যেককে উদ্ধার করে আন।


হে তেমান, তোমার বীরপুরুষেরা সেদিন হবে আতঙ্কে বিহ্বল, নিহত হবে ইদোমের সমস্ত লোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন