Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী, পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ, এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে। তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে শৈলের ফাটলে বাসকারী, হে উঁচু স্থান-নিবাসী, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করেছে; তুমি মনে মনে বলছো, কে আমাকে ভূমিতে নামাবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে শৈলদরী-বাসি, হে উচ্চস্থান-বাসি, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিয়াছে; তুমি মনে মনে কহিতেছ, কে আমাকে ভূমিতে নামাইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তোমার অহঙ্কার তোমাকে ওপরে তুলেছে। তুমি সেই সব গুহায় বাস কর, যেগুলি দূরারোহ উঁচু পাহাড়ে অবস্থিত। তোমার বাড়ী পর্বতের থেকে বেশ অনেক ওপরে। সেজন্য তুমি মনে মনে বলো, ‘কেউ আমাদের নামাতে পারে না।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তোমাদের আত্ম অহঙ্কারই তোমাদেরকে ঠকিয়েছে, তোমরা, যারা, পাথরের ফাটলে বাস কর এবং উঁচু উঁচু জায়গায় থাক আর মনে মনে বল, “কে আমাকে মাটিতে নামাতে পারবে?”

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:3
21 ক্রস রেফারেন্স  

তুমি অহঙ্কারে অন্ধ হয়েছ। ভাবছ, লোকে তোমাকে ভয় করবে, কিন্তু আদৌ তা নয়। তুমি উচ্চ পর্বতকন্দরে বাস কর, তবু জেনো, ঈগলপাখীর মত উচ্চ চূড়ায় বাস করলেও প্রভু পরমেশ্বর তোমাকে নীচে নামিয়ে নিয়ে আসবেন। প্রভু পরমেশ্বর এই কথা বলেন।


দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।


যিহুদীয়ার মানুষ বলবে, আমরা শুনেছি, মোয়াবীরা কত অহঙ্কারী। আমরা জানি, কত উদ্ধত তারা , প্রচণ্ড তাদের আত্মাভিমান, কিন্তু তাদের এ দর্প অসার।


অমৎসিয় লবণ উপত্যকার যুদ্ধে দশ হাজার ইদোমী সৈন্যকে বধ করে সেলা শহর অধিকার করলেন এবং তার নাম দিলেন যোকথীল। আজও তার সেই নামই আছে। “


এষৌর বংশধর ইদোমীরা যদি বলে, আমাদের দেশ বিধ্বস্ত হয়েছে বটে, কিন্তু আমরা আবার তা গড়ে তুলব। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, ওরা গড়ে তুলুক আমি ভাঙ্গব। লোক এ দেশকে বলবে, ‘দুর্জনের দেশ’, এদের বলবে, ‘পরমেশ্বরের চির অভিশপ্ত জাতি’।


হে অবিশ্বাসীরা, তোমাদের কিসের এত গর্ব? তোমাদের সম্পদ ও শক্তি কমে আসছে। কেন তোমরা নিজেদের শক্তিতে নির্ভর করে আছ আর কেনই বা বলছ কেউ তোমাকে আক্রমণ করতে সাহস করবে না?


ধ্বংসের আগে মানুষের চিত্ত হয় গর্বিত, কিন্তু নম্রতার পুরস্কার সম্মান।


বিনাশের আগে আসে অহঙ্কার, পতনের আগে দেখা দেয় ঔদ্ধত্য।


আরও দশ হাজার সৈন্যকে বন্দী করে নিয়ে গেলেন সেলা নগরের পর্বতের চূড়ায়। সেখান থেকে তাদের নীচে ফেলে দেওয়া হয়, তারা সকলে মারা গেল।


রাজা অমৎসিয় সাহসে ভর করে তাঁর সৈন্যবাহিনীকে লবণ উপত্যকায় পরিচালনা করে নিয়ে গেলেন। সেখানে দারুণ যুদ্ধে দশ হাজার ইদোমী সৈন্যকে বধ করলেন


সে যদি আকাশ পর্যন্ত উন্নত হয়, যদি তার মাথা মেঘ স্পর্শ করে,


হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।


তাই, আমি প্রভু পরমেশ্বর তোমাকে সাবধান করে দিচ্ছি যে, ব্যাবিলনীয়রা আর ফিরে আসবে না ভেবে নিজেকে প্রতারিত করো না, তারা ফিরে আসবেই।


হে মোয়াবের অধিবাসী, তোমরা শহর ছেড়ে বেরিয়ে এস। যাও, পাহাড়ে গিয়ে বাস কর। কপোতের মত গিরিগুহায় বাসা বাঁধ।


সেই জন্যই এষৌ সেয়ীরের পার্বত্য অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করলেন। এষৌ-ই হলেন ইদোম।


কেনা-বেচায় তুমি বড় বেশী ব্যস্ত হয়ে পড়লে, আর এতেই তুমি পরিচালিত হলে বিদ্রোহ ও পাপের পথে। তাই আমি তোমাকে আমার পবিত্র পর্বত ত্যাগ করতে বাধ্য করলাম এবং যে দূত তোমায় পাহারা দিত, সে-ই তোমাকে দ্যুতিময় মাণিক্যের রাজা থেকে বিতাড়িত করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন