Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 দেখ, আমি তোমাকে জাতিবৃন্দের মাঝে করব নগণ্য, তুমি হবে নিতান্ত অবজ্ঞার পাত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দেখ, আমি তোমাকে জাতিদের মধ্যে ক্ষুদ্র করেছি; তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “দেখো, আমি জাতিসমূহের কাছে তোমাকে ক্ষুদ্র করব; তুমি নিতান্তই অবজ্ঞার পাত্র হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 দেখ, আমি তোমাকে জাতিগণের মধ্যে ক্ষুদ্র করিয়াছি; তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “ইদোম, আমি তোমাকে ক্ষুদ্রতম জাতিতে পরিণত করব। প্রত্যেকে তোমাকে ঘৃণা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 দেখ, জাতিদের মধ্যে আমি তোমাকে ছোট করব; তোমাকে একেবারে ঘৃণা করা হবে।

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:2
9 ক্রস রেফারেন্স  

সর্ব শক্তিমান প্রভু পরমেশ্বর এই পরিকল্পনা করেছেন। যে অহঙ্কারে মত্ত হয়ে তারা তাদের শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তিদের অসম্মান করেছে, তাদের সেই অহঙ্কার চূর্ণ করার জন্যই তাঁর এই পরিকল্পনা।


ইদোম অধিকার করবে সে, তার শত্রু সেয়ীরও আসবে তার অধিকারে, বীরোচিত কীর্তি সাধন করবে ইসরায়েল।


আমার শত্রুগণ এ সবই দেখবে, যে আমাকে বলেছিল, ‘কোথায় তোমার ঈশ্বর প্রভু?’ সে তখন মুখ ঢাকবে গভীর লজ্জায়। আমি দুচক্ষে নিরীক্ষণ করব তার দুর্দশা, সে তখন পথের কাদার মত হবে পদদলিত।


সে রাজ্য হবে সবচেয়ে দুর্বল এবং গুরুত্বহীন। তারা আর কখনও অপর কোন জাতির উপর প্রভুত্ব করতে পারবে না। আমি তাদের এত অযোগ্য ও অকিঞ্চিৎকর করে তুলব যে তারা আর কখনও কোন জাতিকে নিজেদের ইচ্ছাধীনে আনতে পারবে না।


প্রভু পরমেশ্বর তোমাদের শক্তিহীন করবেন। তখন কেউ আর সম্মান করবে না তোমাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন