Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 দক্ষিণ যিহুদীয়ার লোক দখল করবে ইদোম, পশ্চিম পাহাড়তলীর ইহুদীরা অধিকার করবে ফিলিস্তিনীদের দেশ, উত্তরের ইসরায়েলীরা দখল করবে ইফ্রয়িম ও শমরিয়া, বিন্যামীন অধিকার করবে গিলিয়দ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তখন দক্ষিণের লোকেরা ইসের পর্বত ও নিম্নভূমির লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে; আর লোকেরা আফরাহীম ও সামেরিয়ার ভূমি অধিকার করবে; এবং বিন্‌ইয়ামীন গিলিয়দকে অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 নেগেভ থেকে লোকেরা এসে এষৌর পাহাড়গুলি দখল করবে। নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে। তারা এসে ইফ্রয়িম ও শমরিয়ার ক্ষেত্রের দখল নেবে এবং বিন্যামীন গিলিয়দ অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তখন দক্ষিণের লোকেরা এষৌর পর্ব্বত, ও নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করিবে; আর লোকেরা ইফ্রয়িমের ভূমি ও শমরিয়ার ভূমি অধিকার করিবে; এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 তখন নেগেভ-এর লোকরা এষৌর পর্বতে বাস করবে এবং পাহাড়ের পাদদেশের লোকরা এসে পলেষ্টীয়দের দেশগুলি অধিকার করে নেবে। ওই সব লোকরা ইফ্রয়িমের এবং শমরিয়ার দেশে বাস করবে। গিলিয়দ বিন্যামীনের অধিকারভুক্ত হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আর দক্ষিণের লোকেরা এষৌর পর্বতের অধিকারী হবে আর নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করবে; আর লোকেরা ইফ্রয়িমের জমি আর শমরীয়দের জমি দখল করবে এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:19
33 ক্রস রেফারেন্স  

যেন তারা অবশিষ্ট ইদোমী এবং অন্যান্য জাতি, যারা আমার প্রজা বলে পরিচিত, তাদের উপর জয়লাভ করতে পারে। যিনি এই সকল কার্য সাধন করবেন, সেই ‘ইয়াহ্‌ওয়ে'ই বলেছেন এ কথা।


লোকে ঐ জমি কিনবে এবং দলিল স্বাক্ষরিত হবে, তারপর হবে সীলমোহর, সাক্ষীও থাকবে তার। বিন্যামীনের এলাকায়, জেরুশালেমের চারিদিকের সমস্ত গ্রামে, যিহুদীয়ার শহরগুলিতে, পার্বত্য অঞ্চলের নগরগুলিতে, পাহাড়তলীতে এবং দক্ষিণ যিহুদীয়ার সর্বত্র এই ঘটনা ঘটবে। আমি প্রজাদের তাদের আপন দেশে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তখনই তোমরা সেই দেশে বাস করতে পারবে যে দেশ আমি তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম। তোমরা আমার প্রজা হবে এবং আমি হব তোমাদের ঈশ্বর।


হে প্রভু পরমেশ্বর, তোমার মনোনীত প্রজাবৃন্দকে মেষপালকের মত তোমার যষ্টির সাহায্যে চরাও, এরা অরণ্যের তৃণক্ষেত্রে একাকী বিচরণ করছে পূর্বের মতই তুমি এদের বাশান ও গিলিয়দের শ্যামল চারণভূমিতে চরাও।


প্রভু বলছেন,আম্মোনীদের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। রাজ্য বিস্তারের সময়ে তারা গিলিয়দের অন্তঃসত্ত্বা নারীদের উদর করেছে বিদীর্ণ।


আস্‌দোদের নাগরিকদের ও আস্‌কোলনের রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।


তাই আমি ঘোষণা করছি, আমি ফিলিস্তিনীদের আক্রমণ করব এবং নিশ্চিহ্ন করে দেব। ফিলিস্তিনীদের সমতলভূমিতে অবশিষ্ট যারা বেঁচে থাকবে তাদেরও প্রত্যেককে ধ্বংস করব।


আম্মোন সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েলের লোকেরা কোথায়? তাদের দেশ রক্ষার জন্য কি একজনও নেই? তারা কেন মিলকমের উপাসকদের গাদ গোষ্ঠীর অঞ্চল দখল করে বসতি করতে দিয়েছে?


ঈশ্বর উদ্ধার করবেন জেরুশালেমকে, পুনরায় করবেন নির্মাণ যিহুদীয়ার নগর-জনপদ, সেখানে আবার বাস করবে তাঁর প্রজাবৃন্দ, লাভ করবে সেই দেশের অধিকার।


রাজা উত্তর দিলেন—রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয়, তাদের সঙ্গীসাথী যারা শমরিয়া ও ইউফ্রেটিসের পশ্চিমাংশে বাস করে তাদের কুশল হোক।


সরুব্বাবিল এবং গোষ্ঠীপতিদের সঙ্গে দেখা করে বলল, আমরাও তোমাদের সঙ্গে মন্দির নির্মাণের কাজে যোগ দিতে চাই। তোমরা যে ঈশ্বরের আরাধনা কর আমরাও সেই একই ঈশ্বরের আরাধনা করি এবং আসিরিয়ার সম্রাট এসরহদ্দন যেদিন থেকে এখানে বসবাস করতে আমাদের পাঠিয়েছেন, সেই দিন থেকেই তাঁরই উদ্দেশ্যে আমরা হোমবলি উৎসর্গ করে আসছি।


তাই ঈশ্বর আসিরিয়ার সম্রাট পুলকে (ইনি তিগ্‌লাৎ পিলেশর নামেও খ্যাত) দিয়ে তাদের দেশ আক্রমণ করালেন। তিনি রূবেণ, গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকদের নির্বাসিত করলেন এবং তাদের গোশন নদীর তীরে হেলহ্‌, হাবোর ও হারা অঞ্চলে স্থায়ীভাবে বসতি করালেন।


আসিরিয়ার সম্রাট ব্যাবিলন, কুথ, ইব্‌হা, হামাথ, সফারভায়িম প্রভৃতি শহর থেকে লোক এনে নির্বাসিত ইসরায়েলীদের দেশ, শমরিয়ার বিভিন্ন স্থানে বসতি করালেন। এই সমস্ত জনপদ দখল করে তারা বসবাস করতে লাগল।


নীচু এলাকায় ইষ্টায়োল, সরা, অস্‌না,


নেগেব অঞ্চলে ইদোম সীমান্তে অবস্থিত যিহুদা গোষ্ঠীর নগরসমূহ —কব্‌সেল এদর,


গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।


যাসের ও গিলিয়দ প্রদেশের সমস্ত নগর, রব্বার পূর্বদিকে অরোয়ের পর্যন্ত আম্মোনীদের দেশের অর্ধেক তাদের অধিকারে এল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন