Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 আমার পবিত্র শৈলেআমার প্রজারা যেভাবে ক্রোধের তীব্র হলাহল পান করেছে সেইভাবেই তার চারিদিকের সমস্ত জাতি তার চেয়েও বহুগুণ তীব্র হলাহল পান করবে, নিঃশেষে পান করবে, তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কেননা আমার পবিত্র পর্বতে তোমরা যেভাবে পান করেছ, তেমনি সমস্ত জাতি অনবরত পান করবে, পান করতে করতে গিলবে, পরে তারা এমন হবে যে, তাদের কখনও কোন অস্তিত্ব ছিল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তোমরা যেমন আমার পবিত্র পর্বতে পান করেছিলে, তেমনই সব জাতি অবিরত পান করবে; তারা পান করবে ও করেই যাবে, এবং এমন হবে, যেন তেমন কখনও হয়নি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কেননা আমার পবিত্র পর্ব্বতে তোমরা যেরূপ পান করিয়াছ, তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে, পান করিতে করিতে গিলিবে, পরে অজাতের ন্যায় হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ওই একই মন্দ বিষয়গুলি তোমাদের মাথার ওপর এসে পড়বে। কেন? কারণ তোমরা আমার পবিত্র পর্বতের ওপর রক্তপাত ঘটিয়েছ। তাই অন্যান্য জাতিরা তোমাদের রক্তও ঝরাবে। তোমরা শেষ হয়ে যাবে। মনে হবে যেন তোমাদের কোন অস্তিত্বই ছিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কারণ আমার পবিত্র পর্বতে তুমি যেমন পান করেছ তেমনি সব জাতি সবদিন পান করবে। তারা পান করবে এবং গ্রাস করবে ও তা এমন হবে যেন তাদের কোনো অস্তিত্বই ছিলনা।

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:16
13 ক্রস রেফারেন্স  

এই ঘটনাতেই তোমরা জানবে যে প্রভু তোমাদের ঈশ্বর, আমার পবিত্র শৈল সিয়োনেই আমার বসতি। জেরুশালেম হবে পবিত্র নগরী, আর কখনও এ নগরী হবে না বিজাতীয় পদানত।


এমন কি যারা শাস্তির যোগ্য নয়, তাদেরও শাস্তির পেয়ালায় চুমুক দিতে হবে। তোমরা কি ভেবেছ, তোমরা শাস্তি থেকে রেহাই পাবে? না, তোমাদের ঐ পেয়ালা থেকে পান করতেই হবে।


বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?


বলপূর্বক দখল করার জন্যই তাদের এই অভিযান, তাদের দেখে সকলেই ভীত ও সন্ত্রস্ত। বালুকারাশির মত অগণিত মানুষ বন্দী তাদের হাতে।


ঈশ্বর বলেন, দীর্ঘ দিন আমি রয়েছি নীরব, দিই নি সাড়া প্রজাদের ডাকে, কিন্তু এবার হয়েছে সময়, আমি হব সক্রিয়, চীৎকার করে উঠব আমি প্রসববেদনাতুরা রমণীর মত,


হাসো তোমরা ইদোম ও ঊষনিবাসী সকলে, মত্ত হও মদিরায়, উল্লাসে হও বিহ্বল, স্খলিত হবে বসন তোমাদের, অচেতনে লজ্জা হবে অনাবৃত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন