Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ওবদিয় 1:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 যেদিন বিজাতীয়েরা তার সম্পদ লুণ্ঠন করেছিল সেদিন তুমি দূরে দাঁড়িয়ে দেখেছিলে। বিদেশীরা তার নগরগুলিতে প্রবেশ করেছিল, জেরুশালেম দখল নিয়ে পাশা চেলেছিল, তাদের চেয়ে তুমি কোন অংশেই কম নও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 যেদিন তুমি অন্য পক্ষে দাঁড়িয়েছিলে, যেদিন বিদেশীরা তার সম্পত্তি হরণ করে নিয়ে গিয়েছিল ও বিজাতিরা তার তোরণদ্বারে প্রবেশ করেছিল এবং জেরুশালেমের উপরে গুলিবাঁট করেছিল, সেদিন তুমিও তাদের একজনের মত ছিলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 যেদিন তুমি দূরে দাঁড়িয়েছিলে, যখন বিজাতীয় লোকেরা তার ধনসম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল, বিদেশিরা তার তোরণদ্বারগুলিতে প্রবেশ করে জেরুশালেমের জন্য গুটিকাপাত করেছিল, তুমিও তাদের একজনের মতো হয়েছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 যে দিন তুমি অন্য পক্ষে দাঁড়াইয়াছিলে, যে দিন বিদেশিগণ তাহার সম্পত্তি হরণ করিয়া লইয়া গিয়াছিল, ও বিজাতিরা তাহার পুরদ্বারে পুরদ্বারে প্রবেশ করিয়াছিল, এবং যিরূশালেমের উপরে গুলিবাঁট করিয়াছিল, সে দিন তুমিও তাহাদের এক জনের সদৃশ ছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তুমি ইস্রায়েলের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিলে। অচেনা মানুষ ইস্রায়েলের ধন নিয়ে গেছে। বিদেশীরা ইস্রায়েল শহরের দরজা দিয়ে প্রবেশ করেছিল। সেই সব বিদেশীরা ঘুঁটি চেলে ঠিক করেছিল, জেরুশালেমের কোন্ অংশটা তারা দখল করবে। এবং তুমি তাদের সঙ্গে ঠিক সেইখানে নিজের ভাগটি বেছে নেবার জন্য অপেক্ষা করেছিলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 যে দিন তুমি দূরে দাঁড়িয়ে ছিলে, সেই দিন বিদেশীরা তোমার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল ও বিজাতিয়রা তার দ্বার দিয়ে প্রবেশ করেছিল এবং যিরূশালেমের উপর গুলিবাঁট করেছিল, সেই দিন তুমিও তাদের মতই একজন ছিলে।

অধ্যায় দেখুন কপি




ওবদিয় 1:11
13 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর, ইদোমীদের হাতে জেরুশালেমের পতনের কথা। সেদিন ওরা বলেছিল: উপড়ে ফেল, ধ্বংস কর সমূলে।


কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।


পাশা চেলে আমার প্রজাদের উপর অধিকার ভাগ করে নিয়েছ, বালকবালিকাদের ক্রীতদাসরূপে বিক্রয় করে সেই অর্থ তারা গণিকা ও সুরার জন্য ব্যয় করেছে,


তস্করের সাক্ষাৎ পেলে তুমি বন্ধুত্ব কর তার সঙ্গে, লম্পটদের সহযোগিতা কর তুমি।


তারপর নেবুজারদান জেরুশালেমের অবশিষ্ট কারিগর ও অধিবাসীদের এবং যারা ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিয়েছিল, তাদের সকলকে ব্যাবিলনে নিয়ে গেলেন।


ওরা সকলে একত্র হয়ে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে তারা হয়েছে চুক্তিবদ্ধ।


ইদোমী, ইশ্মায়েলী, মোয়াব ও হাগার-বংশধরদের সকল শিবির,


তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর।


প্রভু বলছেনঃ ফিলিস্তিয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ড। সমগ্র একটা জাতিকে বন্দী করে এরা বিক্রী করে দিয়েছিল ইদোমের কাছে।


প্রভু বলেছেন, টায়ারের অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডসমগ্র একটা জাতিকে তারা বিক্রী করেছে ইদোমের কাছে, জ্ঞাতি সম্বন্ধও তারা স্মরণে রাখেনি।


এই হবে তাদের অহঙ্কারের প্রতিফল, কারণ তারা সর্বাধিপতি ঈশ্বরের প্রজাদের বিদ্রূপ করেছে, আস্ফালন করেছে তাদের বিরুদ্ধে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন