Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 9:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 জগতে এও এক অদ্ভুত ব্যাপার, ভাল মন্দ সকলেরই একই পরিণতি! মানুষ কুচিন্তায় কুকাজে মত্ত হয়ে জীবন কাটায়, তারপর একদিন চলে যায় মৃতলোকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 সূর্যের নিচে যত কাজ করা যায়, তার মধ্যে দুঃখের বিষয় যে, সকলের প্রতি এক রকম ঘটনা হয়; এছাড়া, বনি-আদমদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ এবং সারা জীবন পাগলামী তাদের হৃদয়ের মধ্যে থাকে, পরে তারা মৃতদের কাছে যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সূর্যের নিচে যা কিছু ঘটে তার মধ্যে দুঃখের বিষয় হল: সকলের একই দশা ঘটে। এছাড়া মানুষের হৃদয় মন্দে পরিপূর্ণ এবং যতদিন তারা বেঁচে থাকে ততদিন তাদের হৃদয়ে বিচারবুদ্ধিহীনতা থাকে, আর তারপরে সে মারা যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সূর্য্যের নীচে যত কার্য্য করা যায়, তাহার মধ্যে ইহা দুঃখের বিষয় যে, সকলের প্রতি একরূপ ঘটনা হয়; অধিকন্তু মনুষ্য-সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ, এবং যাবজ্জীবন ক্ষিপ্ততা তাহাদের হৃদয়মধ্যে থাকে, পরে তাহারা মৃতদের নিকটে যায়। কারণ কে অব্যাহতি পায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সূর্যের নীচে যা কিছু খারাপ ঘটনা ঘটে প্রত্যেকের ক্ষেত্রে একই পরিণতি হয়। এটাও খুবই খারাপ যে লোকেরা সবসময় মন্দ ও মূর্খের মতো চিন্তা করবে এবং সেই চিন্তা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 একটা মন্দ ভাগ্য সব কিছুর জন্য আছে যা সূর্য্যের নিচে হয়েছে, প্রত্যেকের জন্য এক ভাগ্য। মানুষের হৃদয় মন্দতায় পূর্ণ এবং পাগলামি তাদের হৃদয়ে থাকে যতদিন তারা জীবিত থাকে। তাই মৃত্যুর পরে তারা মরাদের কাছে যায়।

অধ্যায় দেখুন কপি




উপ 9:3
30 ক্রস রেফারেন্স  

কে বুঝতে পারে মানুষের মন? এর মত প্রতারক আর কিছুই নেই, এর আরোগ্য সম্পূর্ণ অসম্ভব।


অন্যায়ের দণ্ডবিধান সময় মত হয় না বলেই মানুষ ইতস্ততঃ করে না অন্যায় করতে।


আমি বোঝবার চেষ্টা করলাম, জ্ঞান ও অজ্ঞতায়, প্রজ্ঞা ও মূর্খতায় প্রভেদ কোথায়? আমি উপলব্ধি করলাম, বুঝলাম সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি, এ যেন আলেয়ার পিছনে ছোটা।


কারণ একসময় আমরাও ছিলাম অজ্ঞ, অবাধ্য আর বিপথগামী। ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে শত্রুতা এবং হিংসা করে আমাদের সময় কেটেছে। আমরা নিজেরাও ছিলাম ঘৃণ্য, অন্যদের ঘৃণা করতাম।


কিন্তু বিলিয়ম তার অপরাধের জন্য তিরস্কৃত হয়েছিল। তার গাধা মানুষের ভাষায় কথা বলে সেই নবী বিলিয়মের অন্যায় কার্যকলাপ সংযত করেছিল।


এইভাবে পৌল যখন আত্মপক্ষ সমর্থন করছিলেন তখন ফেস্টাস উচ্চকণ্ঠে বলে উঠলেন, পৌল তুমি উন্মাদ! অতিরিক্ত অধ্যয়নই তোমাকে উন্মাদ করেছে।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


কিন্তু একদিন তার চেতনা হল। সে মনে মনে ভাবল, ‘আমার বাবার বাড়িতে কত মজুর খাটে, তারা সবাই পেটভরে খাবার পরও কত খাবার বেঁচে যায়, আর আমি এদিকে খিদেয় মরছি।


ফলে তারা ভীষণ রেগে গেল এবং যীশুর বিরুদ্ধে কি করা যেতে পারে, এই নিয়ে চক্রান্ত করতে লাগল।


সজ্জন এবং দুর্জন, ভাল ও মন্দ; যে ধর্ম করে বা করে না, যাগযজ্ঞ করে কিম্বা করে না,—সকলেরই এক পরিণতি। পাপীর চেয়ে ধার্মিক যে খুব ভাল থাকবে—তা নয়। তেমনই অঙ্গীকার ভঙ্গকারীর চেয়ে অঙ্গীকার যে রক্ষা করে, সে যে ভাল থাকবে—তাও নয়।


আমি প্রজ্ঞার অনুশীলনে নিযুক্ত করলাম নিজেকে, ব্যাপৃত হলাম সব কিছুর অর্থ অনুসন্ধানে, দুর্নীতির মূর্খতা এবং নির্বুদ্ধির প্রমত্ততা সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করলাম।


নিজের দুষ্কর্মের ফলেই দুষ্টের পতন হয়, কিন্তু ধার্মিক তার সততার জন্য রক্ষা পায়।


জন্মলগ্ন থেকেই আমি মন্দতায় পূর্ণ ছিলাম, আমার সৃষ্টি মুহূর্তেই গ্রাস করেছিল আমায় পাপের প্রভাব।


মানুষ তো তুচ্ছ! অতি সহজেই সে পাপ করে চলে, সে সর্বাংশে কলুষিত, জঘন্য।


শিশুকাল থেকেই মানুষের চিন্তা ভাবনা যত মন্দই হোক না কেন, আমি তাদের অপরাধে ভূমিকে আর অভিশপ্ত করব না, শৈশব থেকেই তো মানুষের অন্তরের ভাবনা-কল্পনা মন্দ। যেভাবে সকল প্রাণীকে আমি সংহার করেছি সেভাবে আর কখনও করব না।


ওদের ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত করার জন্য কতবার আমি ওদের সমাজভবনে শাস্তি দিয়েছি। ওদের প্রতি হিংস্র উন্মত্ততায় বিদেশের শহরে পর্যন্ত আমি ওদের নির্যাতন করেছি।


প্রভু পরমেশ্বর দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্কর্ম অত্যধিক বেড়ে গিয়েছে। তাদের অন্তর সারাক্ষণ কেবল মন্দ চিন্তা ও কল্পনায় ব্যাপৃত।


জ্ঞানবান সঠিক পথে চলে আর মূর্খ চলে ভুল পথে কিন্তু তবুও বলি, এই দুয়েরই পরিণতি এক।


ভোজ বাড়িতে যাওয়ার চেয়ে শোকার্ত পরিবারে যাওয়া ভাল। জীবিত লোকদের মনে রাখা দরকার, মৃত্যুই সকলের শেষ গতি।


জীবিত মানুষ মাত্রেই প্রত্যাশা থাকে, ‘মৃত সিংহের চেয়ে জীবন্ত কুক্কুর ভাগ্যবান।’


কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও জঘন্য কাজ করেছ। তোমরা সকলে জেদী, উদ্ধত ও দুরাচার, আমার বাধ্য হয়ে চলনি তোমরা।


আমি, প্রভু পরমেশ্বর, অনুসন্ধান করি মানুষের মন, যাচাই করি প্রতিটি হৃদয়, তার জীবন যাপনের ধারা অনুযায়ী, তার কর্ম অনুযায়ী ফল দিই তাকে।


আমার কাছে এখন সবই সমান, তাই বলি: দোষী হোক বা নির্দোষ হোক সবাইকে তিনি সংহার করেন।


কিন্তু এরা সকলেই একই ভাবে ধূলায় মিশে যায়, কীটে তাদের ছেয়ে ফেলে।


কিন্তু ঈশ্বর নিক্ষেপ করবেন তাঁর বাণ ওদের উপর, অকস্মাৎ ওরা হবে আহত।


এ জগতে আমি আরও একটি বিষয় উপলব্ধি করলাম: যারা জোরে দৌড়াতে পারে, তারাই সব সময়ে প্রতিযোগিতায় জয়লাভ করে না, সব সময়ে সাহসী যোদ্ধারা যুদ্ধে হয় না বিজয়ী, জ্ঞানবানদের জোটে না অন্ন, বুদ্ধিমানেরা ধনী হতে পারে না সব সময়ে, কর্মদক্ষ লোকেরা উন্নীত হয় না উচ্চপদে। সময় ও সুযোগ তাদের ভাগ্য নির্ধারণ করে, মন্দভাগ্য ছায়া ফেলে প্রত্যেকেরই জীবনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন