Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 8:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 রাজা যা খুশী তা-ই করতে পারেন, সরে যাও তাঁর সম্মুখ থেকে, অপ্রীতিকর কোনও ব্যাপারে তাঁকে পীড়াপীড়ি করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তাঁর সম্মুখ থেকে তাড়াতাড়ি চলে যেও না; মন্দ বিষয়ে লিপ্ত থেকো না; কেননা তিনি যা ইচ্ছা করেন, তা-ই করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাড়াতাড়ি রাজার উপস্থিতি থেকে চলে যেয়ো না। মন্দ কিছুর সঙ্গে যুক্ত হোয়ো না, কারণ তিনি তাঁর ইচ্ছামতো কাজ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাঁহার সম্মুখ হইতে চলিয়া যাইতে ত্বরান্বিত হইও না; মন্দ বিষয়ে লিপ্ত থাকিও না; কেননা তিনি যাহা ইচ্ছা করেন, তাহাই করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 রাজাকে তোমার পরামর্শ জানাতে ভয় পেয়ো না। এবং কখনও অন্যায়কে সমর্থন কোরো না। কিন্তু মনে রেখো যে রাজা তাঁর ইচ্ছানুযায়ী আদেশ দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তার সামনে থেকে তাড়াতাড়ি চলে যেও না এবং কোন মন্দ বিষয়ের সঙ্গে যুক্ত থেক না, কারণ রাজা যা ইচ্ছা করেন তিনি তাই করেন।

অধ্যায় দেখুন কপি




উপ 8:3
13 ক্রস রেফারেন্স  

যদি তোমার ঊর্ধ্বতন কর্তা কোনও কারণে ক্রুদ্ধ হন তোমার উপর, তাহলে পদত্যাগ করো না, বরং নতিস্বীকার করলে অনেক গুরুতর ত্রুটিও ক্ষমা করা হয়।


তাঁর প্রতিপত্তি দেখে সব ভাষাভাষী, সব জাতি গোষ্ঠীর লোকেরা ভয়ে কাঁপত। তিনি যার প্রাণ নিতে চাইতেন তাকে মরতে হত। তিনি যাকে বাঁচিয়ে রাখতে চাইতেন সে বেঁচে থাকত। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানে ভূষিত করতেন, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মানে নীচে নামিয়ে দিতেন।


মানুষ, সে তো তাঁর চোখে নগণ্য, তাঁরই শুভ সঙ্কল্প নিয়ন্ত্রণ করে মর্ত্য মানুষের জীবন, ঊর্ধ্ব লোকবাসী সকলে করেন তাঁরই সদিচ্ছা পালন। তাঁর প্রতিরোধ করে এমন কে আছে? তাঁর কাজের জন্য কৈফিয়ৎ চায় এমন স্পর্ধা কার?


ক্রোধে ধৈর্য ধারণ করে সে অতি বিচক্ষণ, কিন্তু বদমেজাজী লোক প্রকাশ করে চূড়ান্ত মূর্খতা।


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


গর্বিত মোরগ ও রামছাগল এবং শোভাযাত্রার পুরোভাগে রাজা।


ফারাও যাকোবকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? যাকোব বললেন, একশো ত্রিশ বছর আমি এই প্রবাস জীবনযাপন করছি, আমার সামান্য এই আয়ুষ্কাল দুঃখকষ্টেই কেটেছে এবং তা আমার পূর্বপুরুষদের আয়ুষ্কালের মত হয় নি।


বৎস, পরমেশ্বরকে সম্ভ্রম কর, রাজাকে কর সম্মান। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ করো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন