Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 7:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হাসির চেয়ে কান্না ভাল, কারণ কান্নায় মুখ বিষণ্ণ হলেও চেতনা হয় জাগ্রত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হাসি থেকে মনস্তাপ ভাল, কারণ মুখের বিষণ্নতায় হৃদয় খুশি হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আনন্দ করার চেয়ে কষ্টভোগ করা ভালো, কারণ মুখের বিষণ্ণতা হৃদয়ের জন্য ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হাস্য হইতে মনস্তাপ ভাল, কারণ মুখের বিষণ্ণতায় হৃদয় প্রসন্ন হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়। কারণ যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 হাঁসির থেকে দুঃখ ভালো, কারণ মুখের বিষন্নতার পরে হৃদয়ের প্রসন্নতা আসে।

অধ্যায় দেখুন কপি




উপ 7:3
21 ক্রস রেফারেন্স  

এই অকিঞ্চিৎকর ক্ষণিক দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলেছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ।


হায়, পরিতৃপ্ত যারা, দুর্ভাগ্য তোমাদের তোমরা ক্ষুধার্ত হবে। আজ যারা হাসছ, ধিক তোমাদের, দুঃখে আকুল হয়ে কাঁদতে হবে তোমাদের।


তোমরা যারা ক্ষুধার্তা, তোমরাই ধন্য, পরিতৃপ্ত হবে তোমরা। দুঃখে আজ যারা অশ্রুপাত করছ, তোমরাও ধন্যহাসি ফুটবে তোমাদের মুখে।


তিনি বললেন, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র! মনে সাহস আনো। দুশ্চিন্তা দূর কর। শান্ত হও। বিচলিত হয়ো না। এই কথা শুনে আমি মনে বল পেয়ে বললাম, প্রভু, এবার বলুন। আপনি আমাকে অনেকটা সবল করে তুলেছেন।


তোমার দণ্ড কল্যাণ করেছে আমার জীবনে, আমি শিখতে পেরেছি তোমার বিধান।


আমি বিপথে গিয়েছিলাম, তুমি দণ্ড দিয়েছ আমায় আজ আমি পালন করি তোমার আদেশ।


বুঝলাম, এ স্ফূর্তি মত্ততা, এ হাসি প্রলাপ মাত্র, এ সুখ অর্থহীন!


মূর্খের মন মত্ত থাকে আমোদ প্রমোদে, কিন্তু শেষ পরিণতির ভাবনা থাকে জ্ঞানীর অন্তরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন