Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 7:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সুগন্ধী আতরের চেয়ে সুনাম ভাল, জন্মদিনের চেয়ে ভাল মৃত্যুদিন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 উৎকৃষ্ট সুগন্ধি তেলের চেয়ে সুখ্যাতি ভাল এবং জন্মদিনের চেয়ে মরণদিন ভাল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ভালো সুগন্ধির চেয়ে সুনাম ভালো, জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ভাল সুগন্ধের চেয়ে সুনাম শ্রেয়। একজন মানুষের যে দিন জন্ম হয় সেই দিনের থেকে তার মৃত্যুদিন ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 দামী তেলের থেকে সুনাম ভাল এবং জন্ম দিনের র থেকে মৃত্যু দিন ভাল।

অধ্যায় দেখুন কপি




উপ 7:1
23 ক্রস রেফারেন্স  

এর পরে আমি স্বর্গ থেকে এই বাণী সুনলাম: “লেখ, এখন থেকে প্রভুর আশ্রিতরূপে যাদের মৃত্যু হবে, তারা ধন্য। পবিত্র আত্মা বলছেন, অবশ্যই তারা ধন্য, শ্রম থেকে অব্যাহতি লাভ করবে তারা, কারণ তাদের কীর্তি তাদের অনুসরণ করবে।”


বিপুল ধনদৌলত ও সুনামের মধ্যে সুনাম বেছে নেওয়াই ভাল, কারণ সোনারূপোর চেয়ে সুনাম আরও মূল্যবান।


মনে হচ্ছে আমার, যারা বেঁচে আছে তাদের চেয়ে যারা মরে গেছে তারাই বরং সুখী।


আমরা এ বিষয়ে সুনিশ্চিত, তাই এই দেহরূপশিবির পরিত্যাগ করে প্রভুর সঙ্গে বাস করাই শ্রেয় মনে করি।


আমরা জানি আমাদের এই মর্ত্য দেহরূপ পার্থিব শিবির যদি ধ্বংস হয়ে যায় তাহলেও ঈশ্বর নিরূপিত এক শিবির আমাদের জন্য রয়েছে। এ শিবির হস্তনির্মিত নয়, কিন্তু চিরস্থায়ী ও স্বর্গে অবস্থিত।


তব প্রিয় নাম মোর হৃদয়ে ছড়ায় তব দেহ-সৌরভ, তাই তো তুমি হে নয়ন মোহন ললনার এত প্রিয়।


একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।


আতর ও সুগন্ধি তেলে মন প্রফুল্ল হয়। বাধাবিঘ্ন মনের শান্তি নষ্ট করে।


তাহলে আমার মন্দিরে তোমাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে! কখনও তোমরা বিস্মৃতির আড়ালে চলে যাবে না। পুত্র কন্যার চেয়েও এর মূল্য অনেক বেশী।


প্রসন্ন দৃষ্টিতে মানুষের মন আনন্দিত হয়, শুভ সংবাদ মানুষকে উজ্জীবিত করে।


কবরে দুষ্ট লোকদের দুষ্কর্ম ক্ষান্ত হয়, পরিশ্রান্ত লোকেরা পায় বিশ্রাম।


শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার অন্তরে শয়তান ইতিমধ্যেই যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্ররোচনা দিয়েছিল।


এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত, যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।


এঁদের সকলের বিশ্বাসের কথা দৃঢ় প্রমাণিত হলেও এঁরা কিন্তু প্রতিশ্রুত ফল লাভ করেননি,


বিশ্বাসের জন্যই পুরাকালের লোকেরা স্মরণীয় হয়েছেন।


তবে অপদেবতারা তোমাদের বশীভূত হচ্ছে বলে খুশী হয়ো না, বরং স্বর্গে তোমাদের নাম লেখা হল বলে আনন্দিত হও।


তুমি প্রিয়তমা হে বঁধু আমার পরম তৃপ্তি তব প্রেমে মোর, মদিরাও মানে হার তোমার প্রেমের কাছে, দেহ সৌরভ তব—সেও যে সবের সেরা।


কোনও কাজ শুরুর চেয়ে শেষ ভাল। কোমলতা ভাল গর্বের রূঢ়তার চেয়ে।


কাজেই আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমায় বরং তুলে নাও।


তখন সে তাঁর পায়ের কাছে আবার শুয়ে পড়ল। ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ল যেন কেউ তাকে দেখতে না পায় এবং বোয়সও তাই চেয়েছিলেন।


কেউ যদি এ কথা শোনে সে তোমার নিন্দা করবে, তোমার অপযশ কোনদিন দূর হবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন