উপ 3:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 জন্ম ও মৃত্যুর কাল নির্ধারিত আছে, আছে রোপণ ও আহরণের কাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 রোপণের ও রোপিত বীজ উৎপাটনের কাল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 জন্মের সময় ও মরণের সময়, বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 জন্মেরও যেমন একটি সময় আছে, মৃত্যুরও তেমনি সময় আছে। রোপণের সময় আছে এবং তুলে ফেলারও সময় আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 জন্মের দিন এবং মৃত্যুর দিন আছে, রোপণের দিন এবং কাটার দিন আছে, অধ্যায় দেখুন |
সেই নবী তখন পরমেশ্বরের প্রত্যাদেশে বেদীকে অভিযুক্ত করে ঘোষণা কলরেনঃ হে বেদি, প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ শুনে রাখ, দাউদের কুলে একটি বালক জন্ম গ্রহণ করবেন। তার নাম হবে যোশিয়। পাহাড়ের গায়ে তৈরী দেবস্থানের যে পুরোহিতেরা তোমার উপর বলি উৎসর্গ করে, যোশিয় তাদের তোমারই উপর বলিদান করবেন এবং তোমারই উপরে পোড়ানো হবে মানুষের অস্থি।