Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পর্বতগণের অজ্ঞাতসারেই তিনি তাদের স্থানান্তরিত করেন, ক্রোধভরে তিনি তাদের করেন উৎপাটন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তিনি পর্বতমালাকে স্থানান্তর করেন, তারা তা জানে না, তিনি ক্রোধে তাদেরকে উল্টিয়ে ফেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পর্বতগুলির অজান্তে তিনি তাদের স্থানান্তরিত করেন ও তাঁর ক্রোধে সেগুলি উচ্ছেদ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তিনি পর্ব্বতগণকে স্থানান্তর করেন, তাহারা তাহা জানে না, তিনি ক্রোধে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বর যখন ক্রোধান্বিত হন তখন পর্বতগুলো কি হচ্ছে বোঝবার আগেই তিনি পর্বতদের সরিয়ে দেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তিনি যিনি পাহাড় সরিয়ে দেন কাউকে সাবধান না করেই, যখন তিনি তাঁর রাগে তাদের উল্টিয়ে ফেলেন,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:5
23 ক্রস রেফারেন্স  

প্রচণ্ড ভূমিকম্প হবে, নানা স্থানে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে। আকাশে ভয়ঙ্কর দৃশ্য ও আনেক মহৎ নিদর্শন দেখা যাবে।


তখনই মন্দিরের যবনিকা উপর থেকে নীচু পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল, ভূমিকম্প হল, পর্বত বিদীর্ণ হল,


সেই মুহুর্তে প্রচণ্ড ভূমিকম্প হল এবং নগরের দশভাগের এক ভাগ ধ্বসে পড়ল। সাত হাজার লোক মারা গেল সেই ভূমিকম্পে। বাকী সবাই সন্ত্রস্ত হয়ে স্বর্গবাসী ঈশ্বরের স্তবস্তুতি করতে লাগল।


গোটানো পাণ্ডুলিপির মত আকাশমণ্ডল হল অপসৃত। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ হল স্থানচ্যুত।


যীশু তাঁদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি তোমাদের বিশ্বাস থাকে এবং সন্দেহ না কর, তবে ডুমুর গাছের প্রতি যা করা হল শুধু যে তা-ই তোমরা করতে পারবে তা নয়, এমন কি এই পাহাড়টিকে যদি তোমরা বল, ‘ওঠ, সাগরে গিয়ে পড়,’ তাহলে তা-ই হবে।


আমি যদি একজন নবীর মত কথা বলি, যদি সমস্ত নিগূঢ়তত্ত্ব ও দিব্য জ্ঞানে পারদর্শী হই, যদি পাহাড় টলানোর মত বিশ্বাসও আমার থাকে অথচ হৃদয়ে প্রেম না থাকে তাহলে আমি কিছুই নই।


পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।


তাঁর চলা যখন থেমে যায়, ধরাতল কেঁপে ওঠে থরথর করে। তাঁর রক্তচক্ষু দেখে ত্রস্ত হয় মানবজাতি। চির অটল শৈলরাজি হয় বিদীর্ণ, তাঁর পদভারে মাটিতে বসে যায় অনড় পর্বতমালা। এ পথেই পড়েছিল তাঁর পদচিহ্ন সুদূর অতীতে।


দুহাতের অঞ্জলিতে কে পেরেছে পরিমাপ করতে সমুদ্রের জল? কে পেরেছে পরিমাপ করতে আকাশের অসীম বিস্তার দুটি অঙ্গুলি সীমায়? কে পেরেছে মাপতে সমগ্র পৃথিবীর ধূলারাশি শুধু একটি পাত্রে? কে পেরেছে তুলাদণ্ডে করতে ওজন পর্বতরাজিকে?


হে পর্বতবৃন্দ, কেন তোমরা লাফিয়ে উঠলে ছাগশিশুর মত? কেন তোমরা নেচে উঠলে হে পাহাড়কুল, মেষশাবকের মত?


ধরণী হয়েছিল প্রকম্পিত, আকাশ করেছিল বর্ষণ বারিধারা, হে ঈশ্বর তোমার আবির্ভাবে। ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি ইসরায়েলের সঙ্গে সন্ধিচুক্তিতে আবদ্ধ, তাঁর আগমনে কম্পিত হয়েছিল সিনাই পর্বত।


যদি ঘটে মহাপ্রলয়, কেঁপে ওঠে পৃথিবীর বুক, যদি সাগর গর্ভে উৎপাটিত হয় পর্বতশ্রেণীর ভিত্তি,


কিন্তু মানুষ সুকঠিন পাথর খোঁড়ে, পাহাড়-পর্বতের মূল উৎপাটন করে।


তাঁর সম্মুখে পাতালপুরী উন্মুক্ত, ধ্বংসস্থান অনাবৃত।


কারণ তিনি তাদের কার্যকলাপ জানেন, তাই রাতে অতর্কিতে তাদের উৎখাত করেন, তারা চূর্ণবিচূর্ণ হয়।


কে আমাকে কি দিয়েছে যে আমি তার ঋণ পরিশোধ করব? আকাশের নীচে যা কিছু আছে সবই আমার।


দাম্ভিকদেরা দিকে চেয়ে দেখ তোমার প্রচণ্ড ক্রোধ ঢেলে দিয়ে অবনমিত কর তাদের।


তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।


কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়? কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে? আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন