Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 আমি জানি, এ কথা সত্য, কিন্তু ঈশ্বরের সামনে মানুষ কি করে তার সততা প্রতিপন্ন করতে পারে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি নিশ্চয় জানি, তা-ই বটে, আল্লাহ্‌র কাছে মানুষ কিভাবে ধার্মিক হতে পারে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “বাস্তবিক, আমি জানি যে তা সত্যি। কিন্তু ঈশ্বরের সামনে নিছক নশ্বর মানুষ কীভাবে তাদের নির্দোষিতা প্রমাণ করবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি নিশ্চয় জানি, তাহাই বটে; ঈশ্বরের কাছে মর্ত্ত্য কি প্রকারে ধার্ম্মিক হইতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “হ্যাঁ, আমি জানি তুমি যা বলছো তা সৎয। কিন্তু একজন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্তি-তর্কে কিভাবে জিততে পারে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 বাস্তবিক, আমি জানি যে এটাই সত্যি। কিন্তু কি করে একজন লোক ঈশ্বরের কাছে ধার্মিক হতে পারে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:2
13 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের দৃষ্টিতে কি কোন মরণশীল মানুষ ধার্মিক হতে পারে? কোন মানুষ কি তার স্রষ্টার তুলনায় পারে কি নির্মল হতে?


কারণ বিধানসম্মত কর্মের দ্বারা ‘কোন মানুষ তাঁর দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হয় না, কারণ বিধান শুধু পাপবোধ জাগাতে সক্ষম।’


তেআমার এ দাসের করো না বিচার, কেউই নিষ্পাপ নয় তোমার দৃষ্টিতে।


ঈশ্বরের সম্মুখে কোন মানুষ ধার্মিক বলে গণ্য হতে পারে? কোন মর্ত্যমানব কি শুদ্ধ হতে পারে?


হে প্রভু পরমেশ্বর, তুমি যদি গণ্য কর সকল অপরাধ, তাহলে হে নাথ, কে দাঁড়াতে পারে তোমার সম্মুখে?


ইয়োব বলেছেন, আমি ধার্মিক, ঈশ্বর আমার প্রতি ন্যায়বিচার করছেন না।


আমি শুচিশুদ্ধ, নিরপরাধ, আমি নির্মল, কোন অধার্মিকতা আমার মধ্যে নেই।


এই দেখে বার্‌খেলের পুত্র ইলিহু অত্যন্ত ক্রুদ্ধ হলেন কারণ ইয়োব নিজের ধার্মিকতা প্রমাণ করে ঈশ্বরকে দোষী করতে চাইছিলেন। (ইলিহু ছিলেন রাম গোষ্ঠীভুক্ত বুষের বংশধর ও বার্‌খেলের পুত্র)।


তোমার প্রজারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে—কারণ এমন কেউ নেই। যে পাপ করে না—এবং তুমি ক্রুদ্ধ হয়ে তাদের শত্রুর হাতে তুলে দাও, তার ফলে বন্দী হয়ে তারা নিকটে বা দূরের কোন দেশে নির্বাসিত হয়ে তোমার কাছে প্রার্থনা করে, যদি স্বীকার করে যে তারা পাপ করেছে, তোমার বিরুদ্ধাচরণ করে দুষ্কর্ম করেছে,


হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, তুমি ধর্মময়! তাই তুমি আমাদের লুপ্ত হয়ে যেতে দাওনি। আমরা তোমার কাছে অপরাধ স্বীকার করেছি। তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই।


ইয়োব উত্তর দিলেন,


দেখ, তাঁর দৃষ্টিতে চন্দ্র উজ্জ্বল নয়, নক্ষত্ররাজিও নয় অমলিন!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন