Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 8:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তুমি যদি নির্মল ও সরল হও তাহলে ঈশ্বর নিশ্চয়ই তোমার পক্ষে দাঁড়াবেন পুরস্কারস্বরূপ তোমার পরিবারকে পুনঃপ্রতিষ্ঠা করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন, ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তুমি যদি পবিত্র ও সৎ হও, এখনও তিনি তোমার হয়ে উঠে দাঁড়াবেন ও তোমাকে তোমার সমৃদ্ধশালী দশায় ফিরিয়ে নিয়ে যাবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যদি নির্ম্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন, ও তোমার ধর্ম্মনিবাস শান্তিযুক্ত করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যদি তুমি সৎ‌ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন। তোমার যেমন গৃহটি প্রাপ্য তেমনটিই তিনি তোমাকে ফিরিয়ে দেবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যদি তুমি শুদ্ধ এবং সরল হও; তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেন এবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 8:6
20 ক্রস রেফারেন্স  

জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর সাহায্য কর আমাদের! প্রয়োগ কর তোমার মহাশক্তি রক্ষা কর আমাদের সেই পুরাকালের মত। সমুদ্র দানব রহব্‌কে তুমিই করেছিলে খণ্ড-বিখণ্ড।


ধর্মনিষ্ঠ ব্যক্তিরা আনন্দিত হবে এবং সবকিছুই তাদের অনুকুলে মঙ্গলজনক হবে। তারা নিজেদের পরিশ্রমের ফলভোগ করবে।


দুর্জনের হোমবলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ, কিন্তু সজ্জনের প্রার্থনা তাঁর প্রীতিজনক।


তোমার বাসগৃহ হবে নিরাপদ তোমার পশুপালের একটিও হবে না বিনষ্ট।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।


অথচ কোন দৌরাত্ম্য আমি করি নি, ঈশ্বরের কাছে আমার প্রার্থনায় কোন ফাঁকি ছিল না।


আমি চাই যেখানে তোমরা উপাসনার জন্য সমবেত হবে, ক্রোধ আর মতান্তর ভুলে সেখানেই পুরুষেরা ঈশ্বরে নিবেদিত অন্তরে হাত তুলে প্রার্থনা করবে।


তোমরা যখন প্রার্থনার সময় উপর দিকে হাত তুলবে, আমি তোমাদের দিকে তাকাব না। তোমরা যত প্রার্থনাই কর না কেন, আমি তোমাদের প্রার্থনা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত।


হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও! কেন তুমি আজ নিদ্রামগ্ন? জাগো, আমাদের করো না পরিত্যাগ চিরতরে।


প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে দেখেছ? তার মত সৎ ও বিশ্বস্ত লোক পৃথিবীতে কেউ নেই। সে আমার ভক্ত, মন্দের পথ সে পরিহার করে চলে।


তাদের কার্যকলাপের ফলে দরিদ্রদের আর্তনাদ তাঁর


দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ।


তোমার মধ্যে থেকে সমস্ত অধর্ম ও মন্দতা দূর কর, তোমার আবাস থেকে দূর কর সমস্ত অনাচার।


যারা তোমার অনুগত তাদের প্রতি তুমি চির বিশ্বস্ত, সদাচরণ যারা করে, তাদের প্রতি তোমারও আচরণ যথাযোগ্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন