Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 8:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 জলের অভাবে সেগুলি কচি থাকতেই, কাটার উপযুক্ত হওয়ার আগেই শুকিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 যখন তা তেজস্বী থাকে, কাটা না যায়, তখন অন্য সকল ঘাসের আগে শুকিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 বাড়তে বাড়তেই ও আকাটা অবস্থাতেই, সেগুলি ঘাসের চেয়েও দ্রুত শুকিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 যখন তাহা তেজস্বী থাকে, কাটা না যায়, তখন অন্য সকল তৃণের পূর্ব্বে শুষ্ক হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 না, যদি জল শুকিয়ে যায়, তাহলে তারাও শুকিয়ে যাবে। তারা এত ছোট হয়ে যাবে যে তাদের কেটে ব্যবহার করাই মুস্কিল হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 যখন সেগুলো সতেজ থাকে, তা কাটা হয় না, তারা অন্য যে কোন ঘাসের থেকে আগে শুকিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 8:12
9 ক্রস রেফারেন্স  

সে হবে মরুপ্রান্তরে কাঁটা-ঝোপের মত শ্রীহীন, যা শুষ্ক মরুতে এবং লবণাক্ত ভূমিতে জন্মায়, যেখানে আর কিছুই জন্মায় না। কোনও মঙ্গল তার জীবনে আসবে না কখনও।


কারণ, “জীবমাত্রই তৃণ সদৃশ, তৃণফুলের মতই তার যত শোভা, অচিরে তৃণ শুকায়,ঝরে যায় তার ফুল,


পাথুরে জমিতে যে বীজ পড়েছিল তা হল তারই প্রতীক যে সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সানন্দে তা গ্রহণ করে।


জলাভূমি ছাড়া কি অন্য কোথাও শরঘাস জন্মায়? জল ছাড়া কি নলখাগড়া বাড়তে পারে?


যারা ঈশ্বরকে ভুলে যায়, তাদেরও সেই একই পরিণাম, ব্যর্থ হয় অধার্মিকের আশা-আকাঙ্ক্ষা।


দুর্জনের প্রতিপত্তি অল্পকালের জন্য বজায় থেকেছে, তার উল্লাস হয়েছে ক্ষণস্থায়ী।


নদীর খালগুলো শুকাবার সঙ্গে সঙ্গে দুর্গন্ধে ভরে যাবে। নলখাগড়া আর শ্যাওলাগুলো শুকিয়ে উঠবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন