Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 আমার দেহ কীটে-পরিপূর্ণ, দুষ্টক্ষতে ভরে গেছে ক্ষত থেকে ঝরছে পুঁয।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কীট ও মাটির ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চামড়া ফেটে গেছে ও পূঁজ পড়ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আমার শরীর পোকা ও খোস-পাঁচড়ায় ভরে উঠেছে, আমার গায়ের চামড়ায় ফাটল ধরেছে ও তা পেকে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কীট ও মাটীর ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমার দেহ কৃমিকীট ও আবর্জনার মণ্ড দিয়ে আবৃত। আমার চামড়া ফেটে যায় ও রস গড়ায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমার মাংস পোকায় এবং মাটির ঢেলায় ঢাকা; আমার চামড়ার ঘাগুলো শক্ত হয়ে ওঠেছে এবং তারপর গলে গেছে এবং আবার নতুন করে হয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:5
15 ক্রস রেফারেন্স  

একদিন বীণার ঝঙ্কারে তোমাকে সসম্মানে অভ্যর্থনা করা হতো, কিন্তু আজ তুমি মৃত্যুলোকের অধিবাসী! তুমি শুয়ে আছ জঘন্য কীটের বিছানায়, অসংখ্য কীট আচ্ছাদন করেছে তোমার সর্বাঙ্গ!


কবরকে আমি পিতা বলে ডাকব যে কীট আমাকে ভক্ষণ করবে, তাকেই বলব আমি ‘আমার মা, আমার বোন’।


আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।


সেদিন তোমরা বুঝবে যে কি ভাবে তোমরা জঘন্য কাজে নিজেদের কলুষিত করেছ। এর জন্য তোমাদের নিজেদের উপরেই ধিক্কার জন্মাবে।


উৎসব শেষে ফিরে যাবার সময় তারা দেখবে তাদের মৃতদেহ, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দেহ কুরে কুরে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনও মরবে না, যে আগুন দগ্ধ করছে তাদের, সে আগুন নিভবে না কখনও। তাদের বীভৎসরূপ দেখে ঘৃণা জাগবে মানুষের মনে।


মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা তোমার অক্ষত নেই। তোমার দেহ থেঁতলান, ঘায়ে ও গভীর ক্ষতে ভরা। সেই ক্ষত পরিষ্কার করা হয় নি কিম্বা বেঁধেও দেওয়া হয় নি। ক্ষতে কোন প্রলেপও লাগানো হয় নি।


তাদের জননীরাও আর তাদের স্মরণে রাখে না, পোকায় তাদের দেহ খেয়ে ফেলে, পড়ে যাওয়া গাছের মত তারা বিধ্বস্ত হয়।


রোগে আমার দেহ গলে ক্ষয় হলেও এই দেহেই আমি ঈশ্বরকে দর্শন করব।


আর তার ফলে আমি ঘুণে ধরা কাঠের মত, পোকায় কাটা জামার মতই ক্ষয় পাচ্ছি।


শোক আজ আমাকে প্রায় অন্ধ করে দিয়েছে, আমার শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গ হয়েছে ছায়ার মত।


আমি অস্থিচর্মসার হয়েছি বেঁচে আছি কোনমতে!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন