Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 নিশীথশয়নে আমি ভাবি কখন রাত্রি প্রভাত হবে? কিন্তু রাত্রি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়! প্রভাতের প্রতীক্ষায় আমি শুধু এ-পাশ ও-পাশ করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 শয়নকালে আমি বলি, কখন উঠবো? কিন্তু রাত দীর্ঘ হয়ে পড়ে, প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করতে থাকি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 শুয়ে শুয়ে আমি ভাবি, ‘কখন উঠব?’ রাত বেড়েই গেল, আর আমি ভোর পর্যন্ত বিছানায় ছটফট করে গেলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 শয়নকালে আমি বলি, কখন্‌ উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্য্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করিতে থাকি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যখন আমি শুই, আমি ভাবি, ‘আবার কতক্ষণ পরে জেগে উঠবো?’ রাত্রি প্রলম্বিত হয়। সূর্য ওঠা পর্যন্ত আমি ছটফট করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যখন আমি শুই, আমি নিজেকে বলি, কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে? আমি ছটফট করতে থাকি এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:4
9 ক্রস রেফারেন্স  

তোমাদের মনের ভীতি ও যে সব দৃশ্য তোমরা চোখে দেখবে তার জন্য প্রতিদিন সকালে তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সন্ধ্যা হত।’—এবং প্রতি সন্ধ্যায় তোমরা বলবে, ‘হায় ঈশ্বর! এখন যদি সকাল হত—’।


তুমি হরণ করেছ আমার নিদ্রা, উদ্বেগে রুদ্ধ হয়েছে কণ্ঠ আমার।


আমার বন্ধুরা রাতকে দিন করে, বলে, অন্ধকারের কাছেই রয়েছে আলো।


হে জেরুশালেম, দুঃখে ক্লিষ্ট অসহায়-নগরী, সহায় কেউ নেই তোমার, আমি পুনর্গঠিত করব তোমার ভিত্তিমূল মহামূল্য প্রস্তরখণ্ডে, মণিমাণিক্যে।


প্রহরী যেমন প্রতীক্ষা করে প্রত্যুষের, ব্যাকুল হয়ে করে প্রতীক্ষা, তার চেয়েও ব্যাকুল আমার প্রাণ।


বিলীয়মান ছায়ার মতই আমি বিগতপ্রায়, পতঙ্গের মত নিক্ষিপ্ত।


গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান।


রাতে আমার অস্থিগুলো ব্যথায় টন্‌টন্‌ করে অবিরাম যন্ত্রণা আমাকে কুরে কুরে খায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন