Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 ওগো কারারক্ষক, আমি যদি কোন পাপও করি তাতে তোমার কি আসে যায়? তুমি কেন আমাকে তোমার নিশানা করেছ? বল, আমি কি তোমার তোমার এতই বোঝা?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 হে মানুষের পাহারাদার, আমি যদি গুনাহ্‌ করে থাকি, তবে আমার কাজে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার লক্ষ্যস্থান করেছ? আমি তো নিজের ভার নিজেই হয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 আমি যদি পাপ করেই থাকি, আমাদের সব কাজ যাঁর দৃষ্টিগোচর, সেই তোমার প্রতি আমি কী করেছি? তুমি আমাকে কেন তোমার লক্ষ্যবস্তু করেছ? আমি কি তোমার কাছে বোঝা হয়েছি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কর্ম্মে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ? আমি ত আপনার ভার আপনি হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 ঈশ্বর, আপনি মানুষের ওপর নজর রাখেন। আমি অন্যায় করেছি, ভাল। আমি আপনার প্রতি কি করতে পারি? কেন আমি আপনার বোঝা হয়ে উঠেছি?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 এমনকি যদিও আমি পাপ করেছি, তাতে তোমার কি হয়, কেন তুমি আমাকে তোমার লক্ষ্য বানালে, যাতে আমি তোমার জন্য বোঝা হই?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:20
21 ক্রস রেফারেন্স  

আমি হয়েছি তাঁর ধনুর্বাণের লক্ষ্যস্থল।


সুউচ্চ পর্বতশ্রেণীর মতই সুদৃঢ় তোমার ধর্মশীলতা সুগভীর মহাসিন্ধুর মত তোমার ন্যায় বিচারের গভীরতা, হে প্রভু পরমেশ্বর, সমস্ত মানুষ ও প্রাণীকুলকে তুমিই করে থাক রক্ষা।


দীর্ঘশ্বাস আমার অন্নস্বরূপ, কান্না আমার কোনদিন থামবে না।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আর কতকাল তোমার প্রজাদের কাতর নিবেদন ক্রোধভরে করবে অগ্রাহ্য?


তাদের দিকে তোমার উদ্যত ধনু তাদের বাধ্য করবে পলায়নে।


আপনি যদি পাপ করেন তাতে তাঁর কি ক্ষতিবৃদ্ধি হবে? আপনি যদি অসংখ্য অপরাধ করেন তাতেই বা তাঁর কি এসে যাবে?


সে লোকের কাছে তার পরিত্রাণের কথা বর্ণনা করবে, লোক সমক্ষে সে গান গেয়ে বলবে: আমি পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে তার প্রতিফল দেন নি।


আমি শুচিশুদ্ধ, নিরপরাধ, আমি নির্মল, কোন অধার্মিকতা আমার মধ্যে নেই।


লোকে তাদের পাপ গোপন করার চেষ্টাকরে কিন্তু আমি কখনও আমার পাপ গোপন করি নি।


না, তা নয়, কিন্তু তোমার দুষ্টতা অত্যধিক, তোমার অধর্মের শেষ নেই।


তখন তুমি আমার প্রতিটি পদক্ষেপ গণনা করবে, কিন্তু আমার পাপের হিসাব রাখবে না।


তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ রাশি লিপিবদ্ধ করেছ। আমার যৌবনের অপরাধের বোঝাও আমার উপর চাপিয়েছ


সর্বশক্তিমান ঈশ্বর তাঁর শরজালে বিদ্ধ করেছেন আমাকে, সেগুলির বিষে দেহ আমার জর্জরিত, ঈশ্বর পরিচালনা করেছেন এক ভয়াবহ আক্রমণ আমার বিরুদ্ধে।


তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।


তুমি লক্ষ্য রেখেছ আমি কখন পাপ করি, যাতে তুমি আমায় শাস্তি দিতে পার।


আপনি বলেছেন, এতে আমার কি লাভ? পাপ না করেই বা আমি কি পেলাম?


হে ঈশ্বর, আমাকে দোষী করো না বল, আমাকে বল! আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ?


তাহলে কেন তুমি আমার সমস্ত পাপের সন্ধান করছ? খুঁজে বের করছ আমার প্রতিটি দোষ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন