Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তুমি আমার উপর থেকে তোমার দৃষ্টি সরিয়ে নেবে না? নিঃশ্বাস ফেলারও সময় কি দেবে না আমায়?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তুমি কত কাল আমার উপর থেকে তোমার দৃষ্টি ফেরাবে না? মুহূর্তের জন্যেও কি আমাকে ছাড়বে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তুমি কি কখনও আমার দিক থেকে তোমার দৃষ্টি ফেরাবে না, বা ক্ষণিকের জন্যও কি আমায় একা থাকতে দেবে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ঈশ্বর, আপনি কি আমার উপর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না? আপনি কি এক পলকের জন্যও আমাকে একা ছাড়বেন না?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 কতকাল এটা তোমার সামনে থাকবে, আমার থেকে চোখ সরাও, তোমার সামনে আমায় কি একটু একা থাকতে দেবে না, আমার নিজের থুতু গেলার জন্য?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:19
8 ক্রস রেফারেন্স  

আমাকে শ্বাস ফেলারও সময় দেন না, বরং তিক্ততায় ভরে দেন আমার জীবন।


উপর থেকে তোমার কঠোর দৃষ্টি সরিয়ে নাও, এবার রেহাই দাও তাকে। তার শ্রমক্লান্ত জীবনের দিনকটা তাকে স্বস্তিতে কাটাতে দাও।


তাঁরা উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন, “হে পবিত্র, সত্য সর্বাধিপতি, আর কত কাল পরে তুমি বিচার করবে? কবে আমাদের রক্তপাতের প্রতিফল দেবে পৃথিবীনিবাসীদের?”


দুষ্টেরা আর কতকাল উল্লাস করবে? আর কতকাল হে প্রভু পরমেশ্বর?


কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে?


আমার জীবনের দিন শেষ হতে চলেছে, আমাকে রেহাই দাও, একটু একা থাকতে দাও আমাকে। জীবনের বাকী সময়টুকু স্বস্তি পেতে দাও।


আমার উপর থেকে সরিয়ে নাও তোমার ক্রুদ্ধ দৃষ্টি, যেন চিরবিদায়ের আগে, পাই আমি একটু আনন্দের আস্বাদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন