Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হায়, ঈশ্বর কেন আমার ইচ্ছা পূর্ণ করেন না? কেন আমার প্রার্থনায় সাড়া দেন না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পেতে পারি, আল্লাহ্‌ যেন আমার আকাঙ্খার বিষয় আমাকে দেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 “আহা, আমি যদি অনুরোধ জানাতে পারতাম, যেন আমার আশা ঈশ্বর পূরণ করেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পাইতে পারি, ঈশ্বর যেন আমার অপেক্ষণীয় বিষয় আমাকে দেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 “যা চেয়েছি তা যদি পেতাম! আমি যা সত্যিই চাই তা যদি ঈশ্বর দিতেন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আহা, যদি আমি কেবল আমার প্রার্থনার উত্তর পেতে পারি; আহা, ঈশ্বর যেন আমায় সেই জিনিস দেন যা আমি চাই:

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:8
10 ক্রস রেফারেন্স  

তোমার পরিত্রাণের প্রতীক্ষায় অবসন্ন আমার প্রাণ, তবুও তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।


এই রকম খাদ্যে আমার রুচি নেই আমি অসু্স্থ হয়ে পড়ি।


ঈশ্বর যদি আমাকে মৃত্যু দিতেন, স্বহস্তে বধ করতেন আমাকে


কাজেই আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমায় বরং তুলে নাও।


ভৃত্যকে সেখানে রেখে জনশূন্য প্রান্তরের মধ্যে দিয়ে পুরো একদিনের পথ হেঁটে এসে একটি গাছের তলায় গিয়ে বসলেন। নিজের মৃত্যু কামনা করে তিনি বলতে লাগলেন, হে প্রভু, যথেষ্ট হয়েছে। এবার আমায় তুলে নাও। আমার মরণই ভাল!


তারা মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু আসে না তাদের কাছে, ধনরত্নের চেয়ে কবরই তাদের প্রিয়।


তাদের জীবনে কোন আনন্দ নেই মৃত্যু ও সমাধিতেই তাদের পরম শান্তি। তাই যদি হয় তবে,


এ জীবনে আমার ঘৃণা এসে গেছে, তবু আমার তিক্ততার অভিযোগ শোন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন