Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 গর্দভ কি ঘাস খেতে পেলে চীৎকার করে? বলদের সামনে খড় থাকলে সে কি হাম্বারব করে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 বন্য গাধা ঘাস পেলে কি চিৎকার করে? গরু জাব পেলে কি ডাকা-ডাকি করে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 বুনো গাধা ঘাস পেয়ে কি ডাক ছাড়ে? বা বলদ জাব পেয়ে কি গর্জন করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 বনগর্দ্দভ ঘাস পাইলে কি চীৎকার করে? গোরু জাব পাইলে কি রব করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 যখন কোন রকম মন্দ কিছু না ঘটে তখন তোমার কথাগুলো বলা সহজ। এমনকি বুনো গাধা যখন খাওয়ার ঘাস পায়, সে কোন অভিযোগ করে না। এমনকি, যখন খাদ্য থাকে, তখন কোন গরুও অভিযোগ করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 বন্য গাধা কি হতাশ হয়ে চিত্কার করে যখন তার ঘাস থাকে? অথবা বলদ কি খিদেয় হতাশ হয় যখন সেটার খাবার থাকে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:5
8 ক্রস রেফারেন্স  

বন্য গর্দভ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শৃগালের মত হাঁপাচ্ছে, অনাহারে দৃষ্টি হয়েছে ক্ষীণ, কারণ খাদ্য নেই তাদের।


পশুদের জন্য তুমি উৎপন্ন কর তৃণ, মানুষের চাষাবাদের জন্য তুমি সৃষ্টি কর উদ্ভিদরাজি যেন তারা ভূমি থেকে


হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর, আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।


আমাদের থাকার জায়গার অভাব নেই আর পশুখাদ্য খড় ও কলাই আমাদের যথেষ্ট রয়েছে।


কেউ কি পারে খেতে লবণহীন বিস্বাদ খাদ্য? ডিমের সাদা অংশের কি কোন স্বাদ আছে?


কে বন্যগর্দভকে স্বাধীনতা দিয়েছে? কে তাদের বন্ধনমুক্ত করে ঘুরে বেড়াতে দিয়েছে?


পাহাড়ে পাহাড়ে তারা চরে বেড়ায়, সবুজ তৃণের সন্ধানে ঘুরে বেড়ায় সর্বত্র।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন