Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাঁর মহান কার্যকলাপ আমাদের বোধের অগম্য, অগণ্য তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না, অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না, এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তিনি মহৎ মহৎ কর্ম্ম করেন, যাহার সন্ধান করা যায় না, আশ্চর্য্য ক্রিয়া করেন, যাহার সংখ্যা নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না। তিনি এত বিস্ময়কর কাজ করেন যে তাদের গোনা যায় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তিনি যিনি মহান এবং অসামান্য কাজ করেছেন, অসংখ্য আশ্চর্য্য জিনিস করেছেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:9
18 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, ঈশ্বর আমার, তুমি আমাদের জন্য করেছ অনেক মহৎ কাজ, আমাদের মঙ্গলের জন্য বহুবিধ তোমার পরিকল্পনা, কেউ নেই সমকক্ষ তোমার। অজস্র তোমার সেই কল্যাণের কথা, শত বর্ণনায়ও তার নেই কোন শেষ।


তাঁর মহান কীর্তিরাজি আমাদের বোধের অগম্য। অন্তহীন তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ।


ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, একমাত্র তিনিই মহৎ কর্ম সাধনে সক্ষম।


তুমি মহান হে প্রভু পরমেশ্বর, পরমাশ্চর্য তোমার কীর্তি, তুমিই একমাত্র ঈশ্বর।


আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।


ঈশ্বরের বজ্রকণ্ঠের নির্দেশে আশ্চর্য সব ঘটনা ঘটে, আমরা বুঝি না তাঁর পরমাশ্চর্য কর্মের মর্ম।


তুমি কি জান না? শোন নি কি তুমি, প্রভু পরমেশ্বরই শাশ্বত ঈশ্বর? সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তাঁরই সৃজন। ক্লান্ত তিনি হন না কখনও শ্রান্ত হন না তিনি। মানুষের বোধের অগম্য তাঁর মন ও ভাবনা।


যদি গণনা করতে যাই, দেখি, তার সংখ্যা বালুকারাশির চেয়েও বেশী। আমি যখন জেগে উঠি তখনও তোমার কাছেই থাকি।


তুমি বলেছ, তুমি কে যে অসার কথা দিয়ে, আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর? সত্যিই, আমি যা বুঝি না তাই বলেছি, আমার অজানা পরামশ্চর্য বিষয় সম্পর্কে উক্তি করেছি।


যদি কখনও আমার কোন কাজে সফলতা আসে, তুমি সিংহের মত আমাকে নিপাত করবে। এমন কি আমার ক্ষতি করার জন্য অসাধ্য সাধন করতেও তুমি প্রস্তুত।


ইয়োব, আপনি এসব কথা শুনুন, ধৈর্য ধরে ঈশ্বরের পরমাশ্চর্য কার্যকলাপ বিবেচনা করুন।


আপনি কি জানেন কি ভাবে মেঘপুঞ্জ আকাশে ভেসে থাকে? পরমজ্ঞানী ঈশ্বরের অত্যাশ্চর্য কার্যকলাপ আপনি কি অবগত?


প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তাঁরই, বোধের অতীত তাঁর মহত্ত্ব।


ঈশ্বর সমস্ত বিষয়ের জন্য উপযুক্ত কাল নিরূপিত করেছেন। অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ধারণা দিলেও ঈশ্বরের কাজের আদি-অন্ত বোঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয় নি।


দেখ, এ সবই আমি দেখেছি, তোমরা যা বলেছ সে সবই আমি আগে শুনেছি ও বুঝেছি।


বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও, চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি, কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন