Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তার সন্তানেরা হারিয়েছে নিরাপত্তা বিচারে তারা দণ্ডিত হয়, তাদের পক্ষে দাঁড়াবার কেউ নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তার সন্তানদের কোন নিরাপত্তা নেই, তারা নগর-দ্বারে চূর্ণ হয়, উদ্ধারকারী কেউ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তার সন্তানেরা নিরাপত্তাহীন হল, রক্ষক বিনা কাছারিতে নিষ্পেষিত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তাহার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দ্দিত হয়, উদ্ধারকারী কেহ নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না। নগরদ্বারে কেউ তাদের লাঞ্ছনা থেকে রক্ষা করে নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তার সন্তানেরা নিরাপদ জায়গা থেকে অনেক দূরে; তারা শহরের দরজায় চূর্ণ হয়েছে। তাদের উদ্ধার করার কেউ নেই,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:4
16 ক্রস রেফারেন্স  

ধন্য সেই ব্যক্তি যার তূণ এমনই শরে পূর্ণ। নগরদ্বারে বিচারসভায় তারা যখন শত্রুদের মুখোমুখি দাঁড়াবে, তখনও তাদের স্পর্শ করবে না পরাজয়ের গ্লানি।


দুর্জনেরা মানে না তোমার অনুশাসন, সুদূরপরাহত তাদের পরিত্রাণের আশা।


আমি জানি, বহু অপরাধ করেছ তোমরা, সংখ্যাতীত তোমাদের পাপ। তোমরা ধার্মিকদের নির্যাতন কর,উৎকোচ গ্রহণ কর তোমরা, প্রত্যাখান করে থাক বিচারসভায় দরিদ্রের বিচারের দাবি।


তুমি উদ্ধার না করলে ওরা সিংহের মত ছিনিয়ে নিয়ে যাবে আমায়, চিঁড়ে ফেলবে টুকরো টুকরো করে, বাঁচাবার কেউ থাকবে না তখন।


যুদ্ধে নিহত হওয়ার জন্যই তাদের বংশবৃদ্ধি হয়, তাদের সন্তানেরা পর্যাপ্ত আহার পায় না।


তুমি তো জান, আমি দোষী নই, তোমার হাত থেকে আমাকে উদ্ধার করারও কেউ নেই।


তোমার সন্তানেরা হয়তো তাঁর বিরুদ্ধে পাপ করেছিল, তাই তিনি তাদের অধর্মের যোগ্য প্রতিফল দিয়েছেন।


এমন সময় প্রান্তর থেকে প্রচণ্ড এক ঘূর্ণী ঝড় ছুটে এসে ঘরবাড়ি ভেঙ্গে দিল, আপনার পুত্রকন্যারা সবাই বাড়ি চাপা পড়ে মারা গেছে। আমিই শুধু রক্ষা পেয়েছি, আপনাকে এ সংবাদ দিতে এসেছি।


তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।


কোন ব্যক্তি এই নগরগুলির কোনও একটিতে আশ্রয় নেওয়ার সময় সে নগরদ্বারে দাঁড়িয়ে সেখানকার নেতৃবৃন্দের কাছে নিজের বৃত্তান্ত বলবে। তারা তখন সেই নগরের মধ্যে কোন এক জায়গায় তাকে আশ্রয় দেবে, এবং সে তাদের সঙ্গে বাস করবে।


গরীবদের কাছ থেকে সে যা কিছু অপহরণ করেছে, তার সন্তানেরা সব তাদের ফিরিয়ে দেবে।


প্রজ্ঞার নাগাল পাওয়া নির্বোধের অসাধ্য, গুরুত্বপূর্ণ আলোচনায় তার বলার মত কিছু থাকে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন