Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 তোমার চাষের জমি হবে না প্রস্তরময়, হিংস্র জন্তুরা কোন ক্ষতি করবে না তোমার

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কারণ মাঠের পাথরের সঙ্গে তোমার সন্ধি হবে, মাঠের সমস্ত পশু তোমার সঙ্গে শান্তিতে থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 কারণ জমির পাথরগুলির সঙ্গে তুমি চুক্তিবদ্ধ হবে, আর বুনো পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কারণ মাঠের প্রস্তরের সহিত তোমার সন্ধি হইবে, মাঠের পশুগণ তোমার সহিত শান্তিতে থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 মনে হচ্ছে যেন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রয়েছে। এমনকি বন্য পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 কারণ তোমার মাঠের পাথরের সঙ্গে তোমার এক চুক্তি থাকবে; তুমি জঙ্গলের পশুদের সঙ্গে শান্তিতে থাকবে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:23
10 ক্রস রেফারেন্স  

আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।


সেদিন আমি ইসরায়েলীদের পক্ষ হয়ে বনের পশু, আকাশের পাখি ও ভূতলের সরীসৃপদের সঙ্গে সন্ধি স্থাপন করব। আমি ধনুক, তরবারি ও সমরাস্ত্রগুলি ভেঙ্গে দেশ থেকে দূর করব। তারা নির্ভয়ে শান্তিতে বাস করবে।


ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন যেন তারা আমার কোন ক্ষতিসাধন করতে না পারে। মহারাজ, এর কারণ এই যে ঈশ্বর জানেন আমি নির্দোষ! তিনি জানেন যে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি।


নেকড়ে বাঘ ও মেষশাবক একসঙ্গে আহার করবে, সিংহ বলদের মত তৃণভোজী হবে। সর্প আর বিপজ্জনক থাকবে না। আমার পবিত্র পর্বত সিয়োনে হিংসা ও বিনাশের অস্তিত্ব থাকবে না।


আমি তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি সম্পাদন করব যা তাদের এনে দেবে নিরাপত্তা ও শান্তি। আমি দেশ থেকে সমস্ত বন্য হিংস্র জন্তু দূর করে দেব যাতে আমার মেষপাল নির্বিঘ্নে মাঠে চরতে পারে এবং বনের মধ্যে গিয়ে ঘুমাতে পারে।


গাছ ফল দান করবে, শস্যের ক্ষেত ফসল ফলাবে, সবাই তাদের আপন দেশে নিরাপদে বাস করবে। আমি যখন আমার প্রজাদের শৃঙ্খল মোচন করব, মুক্তিদান করব বন্দীত্ব থেকে, সেইদিনই তারা বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন