Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 উদ্বেগ ও ঈর্ষার জ্বালায় মৃত্যুকে ডেকে আনা মূর্খতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 বিরক্তিভাব মূর্খকে হত্যা করে, আর হিংসা সরল লোককে বধ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 একজন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে। একজন বোকা লোকের প্রচণ্ড আবেগই তাকে হত্যা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ রাগ বোকা মানুষকে মেরে ফেলে; হিংসা বোকা মানুষকে মারে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:2
19 ক্রস রেফারেন্স  

ক্রোধ দমন কর, অন্তরে ক্রোধ পোষণ করা মূর্খতা।


আর যারা স্বার্থান্বেষী, সত্যসন্ধ নয়, কিন্তু অধর্মাচারী, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ তাদের উপরই নেমে আসবে।


ইসরায়েল অজ্ঞ, নির্বোধ কপোতের মত, সে মিশরের কাছে আবেদন জানায় আসিরিয়ার কাছে যায়।


মূর্খ তার বিরক্তি তৎক্ষণাৎ প্রকাশ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি অপমান গ্রাহ্য করে না।


মূর্খেরা নিজেদের অধর্মাচরণ এবং দুষ্কর্মের জন্যই হল দণ্ডিত।


কপটাচারীরা জানে না এ কথা, নির্বোধও বোঝে না যে,


গর্বোদ্ধতদের আমি বলি: দম্ভ করো না তোমরা, দুর্জনদের বলি: দর্পভরে তুলো না তোমার শির,


নির্বোধ মনে মনে বলে: ঈশ্বর নাই। ওরা ভ্রষ্ট, দুরাচার, সৎকর্ম করে না কেউ।


ক্রোধের বশে তুমি নিজেকে ক্ষতবিক্ষত করছ, কিন্তু তোমরা ক্রোধের জন্য কি পরিত্যক্ত হবে পৃথিবী? অথবা তোমাকে তুষ্ট করার জন্য ঈশ্বর কি অপসারিত করবেন পর্বতমালাকে?


যাকোবের কোন সন্তানের জননী হতে পারলেন না বলে রাহেল তাঁর বোনকে ঈর্ষা করতে লাগলেন। তিনি যাকোবকে বললেন, আমাকে সন্তান দাও, নইলে আমি মরব।


এদের মধ্যে কেউ কেউ অন্দরমহলে ঢুকে পড়ে এবং দুর্বল প্রকৃতির মেয়েদের করায়ত্ত করে। এইসব মেয়েদের মন দুর্বল, অতীতের পাপভারে ভারাক্রান্ত এবং নানা কামনা বাসনার অধীন।


ঈশ্বর তাঁকে বললেন, লতাটি শুকিয়ে যাওয়ায় তোমার এত রাগ করা কি ঠিক হচ্ছে? যোনা বললেন, হ্যাঁ, রাগ হবারই কথা! এরপর আমি আর কিসের জন্য বাঁচব? আমার মরণই ভাল!


হে অবোধ, বিচক্ষণতা অর্জনকর, বুদ্ধিহীন লাভ কর সুবুদ্ধি।


পাথর ভারী,বালিরও ভার আছে, কিন্তু এদের তুলনায় মূর্খের জ্বালাতনের ভার আরও বেশী।


কিন্তু ওনান জানত যে সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উৎপাদন করতে না হয় সেই জন্য সে তার ভ্রাতৃবধূর সঙ্গে সহবাসের সময় ভূমিতে রেতঃপাত করত।


প্রভুর নির্দেশ পালন করলে দীর্ঘজীবন লাভ হয়, কিন্তু যে তা অমান্য করে তার মৃত্যু সুনিশ্চিত।


উগ্রমেজাজী লোককে তার পরিণাম ভোগ করতে দাও, যদি তুমি তাকে একবার সঙ্কট থেকে উদ্ধার কর তবে বার বার তোমাকে তা করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন