Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কারণ তিনি প্রহার করেন, তিনিই আবার ক্ষতবন্ধন করেন তিনি আঘাত করেন, আবার তিনিই দান করেন আরোগ্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 কেননা তিনি ক্ষত করেন, আবার তিনিই বেঁধে দেন, তিনি আঘাত করেন, কিন্তু তাঁরই হাত সুস্থতা দান করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কারণ তিনি আঘাত দেন, কিন্তু শুশ্রুষাও করেন; তিনি ক্ষতিগ্রস্ত করেন, কিন্তু তাঁর হাত সুস্থও করে তোলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 কেননা তিনি ক্ষত করেন, তিনি বাঁধিয়া দেন, তিনি আঘাত করেন, তাঁহারই হস্ত সুস্থ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 ঈশ্বর যে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন। হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তাঁর হাত আরোগ্যও দান করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কারণ তিনি আঘাত করেন এবং তারপর বেঁধে দেন; তিনি আঘাত করেন এবং তারপর তাঁর হাত সুস্থ করেন।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:18
8 ক্রস রেফারেন্স  

চল, আমরা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে যাই, তিনি আঘাত করেছেন, তিনিই আমাদের নিরাময় করবেন। তিনি আমাদের ক্ষত-বিক্ষত করেছেন, তিনিই ঐ ক্ষতস্থান বেঁধে দেবেন।


এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


সেদিন চন্দ্র হবে সূর্যের মত উজ্জ্বল এবং সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাতগুণ। অস্বাভাবিক দ্যুতিসম্পন্ন হয়ে সূর্য যেন সাত দিনের আলো বিকিরণ করবে এক দিনে। প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের যত আঘাত দিয়েছেন সেই আঘাতের ক্ষত যেদিন তিনি নিরাময় করে দেবেন, সেইদিন এই সমস্ত ঘটনা ঘটবে।


ভগ্নহৃদয় তিনি করেন নিরাময় বন্ধন করেন তাদের ক্ষতসমূহ।


প্রভুই সংহারকর্তা, প্রভুই জীবনদাতা পাতালে নামান তিনিই, তিনিই ঊর্ধ্বে উঠান।


পুরোহিত যদি বাড়িতে ঢুকে দেখে পলেস্তারা লাগানোর পর সেই বাড়ির ছত্রাক আর বাড়েনি তাহলে পুরোহিত সেই বাড়িকে শুচি ঘোষণা করবে, কারণ তার ছত্রাক সেরে গিয়েছে।


প্রভু পরমেশ্বর মিশরীদের দণ্ডদান করবেন কিন্তু তারপরে তিনি তাদের আরোগ্য দানও করবেন। তারা তাঁর কাছে ফিরে আসবে এবং তিনি তাদের প্রার্থনা শুনবেন ও তাদের আরোগ্যদান করবেন।


‘সিয়োন আজ সমাজচ্যুত, পতিত, নেই কেউ তাকে দেখবার’ —একথা তোমার শত্রুরা বললেও, আমি তোমাকে আবার সুস্থ করে তুলব, আরোগ্য করব তোমার সমস্ত ক্ষত। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন