Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তিনিই পৃথিবীতে বারিবর্ষণ করেন, জলে সিঞ্চিত করেন শস্যক্ষেত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন, তিনি জনপদের উপরে পানি বহান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন; তিনি গ্রামাঞ্চলে জল পাঠান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন, তিনি জনপদের উপরে জল বহান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান। তিনি জমির জন্য জল পাঠান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তিনি পৃথিবীতে বৃষ্টি দেন এবং মাঠে জল পাঠান।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:10
13 ক্রস রেফারেন্স  

কিন্তু তা সত্ত্বেও তাঁর নিজস্ব প্রকৃতি তোমাদের কাছে অব্যক্ত রাখেননি। তাঁর করুণাধারা বর্ষণের মধ্যে তার সম্যক প্রকাশ। তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি দিয়ে উপযুক্ত সময়ে শস্য দান করেছেন, তোমাদের আহার্য দান করেছেন, হৃদয় তোমাদের ভরে দিয়েছেন সুখের ঐশ্বর্যে।


জাতিবর্গের পূজিত কোনও অসার প্রতিমা বর্ষা পাঠাতে পারে না, নিজে থেকে আকাশ পারে না ঝরাতে বৃষ্টি। আমরা তোমারই উপর বিশ্বাস করেছি স্থাপন হে প্রভু পরমেশ্বর, কারণ এইসব কাজ যিনি পারেন করতে, প্রভু তুমিই সেই জন।


তোমরা কখনও আমাকে সম্ভ্রম করার কথা ভাবতে পারনি। প্রতি বছর আমি হেমন্ত ও বসন্তকালে বর্ষা পাঠিয়েছি, এনে দিয়েছি ফসল কাটার মরশুম, তবুও এ সব কথা তোমাদের মনে পড়ে না।


তিনিই মেঘপুঞ্জে আচ্ছন্ন করেন আকাশমণ্ডল ধরিত্রীর জন্য করেন বর্ষার আয়োজন পর্বতগাত্রকে ভূষিত করেন তৃণের আবরণে।


ফসল পাকার তিন মাস আগে আমি তোমাদের দেশে বৃষ্টি রোধ করলাম, এক নগরে অতিবর্ষণ, অন্য নগরে অনাবৃষ্টি দিলাম, কত ক্ষেত হল প্লাবিত, কোনটি বাখরায় গেল শুকিয়ে।


তাঁরই আদেশে গর্জন করে অন্তরীক্ষের জলধি, পৃথিবীর প্রান্ত থেকে আনয়ন করেন তিনি মেঘপুঞ্জ, বর্ষণকালে তিনিই সৃষ্টি করেন বিদ্যুৎ চমক, প্রেরণ করেন তিনি বায়ুর প্রবাহ আপন ভাণ্ডার হতে।


তিনি আকাশ থেকে বারি বর্ষণ করেন, সকলের উপরেই তা প্রচুর পরিমাণে বর্ষিত হয়।


বর্ষার রীতিপ্রকৃতি স্থির করে দিলেন বিদ্যুৎ বজ্রের গতিপথ নির্ধারিত করলেন,


তিনি পৃথিবী থেকে জলকণা শুষে নেন, এবং বৃষ্টিরূপে তা বর্ষণ করেন।


তিনি তুষার পুঞ্জকে নির্দেশ দেন, ‘পৃথিবীতে পতিত হও’, তিনিই প্রেরণ করেন প্রবল বর্ষাধারা।


হে ঈশ্বর, তোমার অধিকারভুক্ত দেশ রুক্ষ শুষ্ক হলে তাকে তুমি করেছিলে উজ্জীবিত পর্যাপ্ত বারিবর্ষণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন