Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 সে সমস্ত গর্বিত প্রাণীকে অবজ্ঞার চোখে দেখে, বন্যপ্রাণীদের রাজা সে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 সে যাবতীয় উচ্চবস্তু দর্শন করে, যাবতীয় গর্বিত-সন্তানের বাদশাহ্‌ হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 সব উদ্ধত প্রাণীকে সে অবজ্ঞার চোখে দেখে; সব অহংকারী প্রাণীর উপরে সে রাজত্ব করে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 সে যাবতীয় উচ্চবস্তু সন্দর্শন করে, যাবতীয় গর্ব্ব-সন্তানের উপরে রাজা হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 যে প্রাণী সব থেকে বেশী গর্ব করে, লিবিয়াথন তাকেও নীচু নজরে দেখে। সে সমস্ত বুনো পশুদের রাজা এবং আমি (ঈশ্বর) লিবিয়াথন সৃষ্টি করেছি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 সে সবকিছু দেখে যা গর্বিত; গর্বের সন্তানদের ওপর তিনি রাজা।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:34
11 ক্রস রেফারেন্স  

তুমি বল, সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলছেনঃ হে হিংস্র দানব, তুমি শুয়ে আছ নদীগর্ভে, আমি তোমার শত্রু। তুমি বলে থাক যে, নীল নদী তোমারই নদী। এ নদী তোমার হাতে গড়া।


তাই অহঙ্কার ওদের কণ্ঠহার দৌরাত্ম্য অঙ্গের আবরণ।


হিংস্র পশুরা সেই পথে যায় না, সিংহেরা সে পথে চলে না।


তিনি আপন পরাক্রমে সমুদ্রকে জয় করেছেন, আপন কৌশলে সমুদ্রদানব রাহাবকে করেছেন ধ্বংস।


আমি যে পশুটি দেখলাম সেটি ছিল চিতাবাঘের মত। এর পাগুলি ছিল ভালুকের মত, আর মুখ সিংহের সিংহাসন ও বিরাট কর্তৃত্ব।


ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে।


তাই মানুষ ওদেরই করে অনুসকরণ, অন্ধভাবে বিশ্বাস করে ওদেরই কথা।


ফারাও বললেন, কে এই প্রভু পরমেশ্বর? তার আদেশে কেন আমি ইসরায়েলীদের ছেড়ে দেব? আমি তাকে চিনি না। ইসরায়েলীদের আমি ছাড়ব না।


ইয়োব তখন প্রভু পরমেশ্বরকে বললেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন