Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:32 - পবিএ বাইবেল CL Bible (BSI)

32 সে তার চলার পথের পিছনে রেখে যায় উজ্জ্বল রেখা, সমুদ্রের জল ফেনিয়ে সাদা হয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 তার পিছনে পথ চক্‌মক করে, জলধির পাকা চুলের মত মনে হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 সে তার পিছনে এক ঝকঝকে ছাপ ছেড়ে যায়; যে কেউ দেখে ভাববে যে অগাধ সমুদ্রের বুঝি পাকা চুল আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 তাহার পশ্চাতে পথ চক্‌মক্‌ করে, জলধি পক্ককেশের তুল্য বোধ হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 যখন লিবিয়াথন সাঁতার দেয় তখন সে তার পেছনে একটি চকচকে পথরেখা রেখে যায়। সে জলকে ঝাঁকিয়ে দিয়ে যায় এবং জলকে ফেনায়িত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

32 তার পিছনে রাস্তা চক চক করে; কেউ কেউ মনে করে অগাধ জল সাদা চুলের মত।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:32
12 ক্রস রেফারেন্স  

লোকে তরুণদের শক্তিসামর্থ্যের সমাদর করে, ও বৃদ্ধদের বয়সকে সম্মান করে।


শুভ্রকেশ সুশোভন মুকুটের মত, ধর্মপথে চললেই তা লাভ করা যায়।


জল জমে পাথরের মত কঠিন হয়, জমাট বেঁধে যায় সমুদ্রের উপরিভাগ।


তুমি কি সমুদ্রের উৎসমুখে প্রবেশ করেছ? পদাপর্ণ করেছ জলধির তলদেশে?


সাগর বলে, ‘আমার কাছে প্রজ্ঞা নেই’, মহাসমুদ্র বলে, ‘আমার মাঝেও নেই।’


কিন্তু যাকোব বললেন, আমার এই পুত্র তোমাদের সঙ্গে যাবে না। তার ভাই মারা গেছে, সেই শুধু রয়েছে। পথে তার যদি কোন বিপদ ঘটে তাহলে এই বৃদ্ধ বয়সে শোকের বোঝা চাপিয়ে তোমরাই আমাকে কবরে নামিয়ে দেবে।


বৃদ্ধ অবস্থায় পূর্ণ পরিণত বয়সে অব্রাহাম ইহলোক ত্যাগ করে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।


আর তুমি পরম শান্তিতে তোমার পিতৃপুরুষের কাছে প্রয়াণ করবে, পরিণত বার্ধক্যে তুমি সমাধিপ্রাপ্ত হবে।


পৃথিবীতে আলোক বিতরণের জন্য সেগুলি আকাশে প্রতিষ্ঠিত হোক আলোকবর্তিকারূপে !


সুগভীর জলধি ছিল তমসাবৃত। জলধির উপরে বিরাজিত ছিল ঈশ্বরের সক্রিয় শক্তি।


পাত্রে ফুটন্ত জলের মত সে সমুদ্রের জলকে আলোড়িত করে, মলমের মত সে সমুদ্রের জলকে ফেনিয়ে তোলে।


পৃথিবীতে সে তুলনাহীন, নির্ভীক প্রাণী সে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন