Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কে তার দেহের আবরণ খুলে নিতে পারে? কিম্বা তার কঠিন আচ্ছাদন ভেদ করতে পারে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তার বর্ম কে খুলে দিতে পারে? তার দন্তশ্রেণীদ্বয়ের মধ্যে কে যেতে পারে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 কে তার বাইরের আচ্ছাদন খুলে নিতে পারে? কে তার বর্মের জোড়া আচ্ছাদন ভেদ করতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তাহার বর্ম্ম কে খুলিয়া দিতে পারে? তাহার দন্তশ্রেণীদ্বয়ের মধ্যে কে যাইতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কেউই তার চামড়ার দাম দিতে পারে না। ওর চামড়া বর্মের মত শক্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 কে তার বাইরের পোশাক খুলে নিতে পারে? কে তার জোড়া বর্মের মধ্যে দিয়ে যেতে পারে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:13
5 ক্রস রেফারেন্স  

ঘোড়াকে বশে আনতে হলে আমরা তার মুখে লাগাম পরাই, তখন তাকে আমরা ইচ্ছামত ঘোরাতে ফেরাতে পারি।


হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত, যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।


আমার বিরুদ্ধে তোমার বিদ্রোহের কথা, তোমার দর্পের কথা আমার কানে এসেছে। তাই, যে পথ দিয়ে তুমি এসেছ, এবার আমি তোমার নাকে দড়ি দিয়ে মুখে জালতি বেঁধে সেই পথ দিয়েই তোমায় ফিরিয়ে নিয়ে যাব। হে হিষ্কিয়, এই হবে আগামী দিনের ঘটনার চিহ্ন।


তার অঙ্গপ্রত্যঙ্গ, তার বিপুলশক্তি এবং তার দেহের গঠনসৌষ্ঠব সম্পর্কে আমি নীরব থাকব না।


কে তার চোয়াল খোলাতে পারে? ভয়ঙ্কর তার দম্ভশ্রেণী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন