Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তার অস্থিগুলি পেতলের নলের মত তার অঙ্গপ্রত্যঙ্গগুলি লোহার অর্গলের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তার অস্থিগুলো ব্রোঞ্জের নলের মত, তার পাঁজর লোহার অর্গলবৎ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তার অস্থি ব্রোঞ্জের নলের মতো, তার অঙ্গপ্রত্যঙ্গ লোহার ছড়ের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তাহার অস্থি সকল পিত্তলময় নলের তুল্য, তাহার পঞ্জর লৌহের অর্গলবৎ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 ওর হাড়গুলো কাঁসার মতই শক্ত। ওর হাত পাগুলো লোহার দণ্ডের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তার হাড় পিতলের নলের মত; তার পা লোহার ডান্ডার মত।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:18
4 ক্রস রেফারেন্স  

আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


হে ঈশ্বর, কেন তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ? তুমি কি মনে কর আমি এক সমুদ্র দানব?


তার লেজ এরস বৃক্ষের মত ঋজু, তার উরুর পেশীগুলি দৃঢ়সংঘবদ্ধ।


সে ঈশ্বরের সৃষ্টির মধ্যে অগ্রগণ্য তার স্রষ্টাই কেবল তাকে বশে রাখতে পারেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন