ইয়োব 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 ঈশ্বরের ক্রুদ্ধ নিঃশ্বাসের প্রবল ঝঞ্ঝায় ধ্বংস হয় তারা। তাঁর রোষ বহ্নির ঝলকে তারা হয় ভস্মীভূত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তারা আল্লাহ্র ফুৎকারে বিনষ্ট হয়, তাঁর কোপের নিশ্বাসে ধ্বংস হয়ে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 ঈশ্বরের নিঃশ্বাসে তারা বিনষ্ট হয়; তাঁর ক্রোধের বিস্ফোরণে তারা বিলীন হয়ে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহারা ঈশ্বরের ফুৎকারে বিনষ্ট হয়, তাঁহার কোপের নিশ্বাসে সংহার পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বরের শাস্তি ঐ লোকদের হত্যা করেছে। ঈশ্বরের ক্রোধ তাদের ধ্বংস করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 ঈশ্বরের নিঃশ্বাসে তারা ধ্বংস হয়; তাঁর প্রচণ্ড রাগে তারা নষ্ট হয়ে যায়। অধ্যায় দেখুন |
বহুদিন পূর্বে একটি স্থান প্রস্তুত করা হয়েছিল যেখানে আসিরিয়ার সম্রাটকে দগ্ধ করার জন্যে বিরাট একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হবে। সেই কুণ্ড গভীর ও বিরাট ব্যাস সম্পন্ন। তাতে অনেক উঁচু করে কাঠ সাজিয়ে স্তূপাকার করা হয়েছে। প্রভু পরমেশ্বর তাঁর শ্বাসবায়ু দিয়ে অগ্নিশিখার স্রোত পাঠিয়ে তাতে অগ্নিসংযোগ করবেন।