Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 তেমান নিবাসী এলিফস তখন ইয়োবকে সম্বোধন করে বললেনঃ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তৈমনীয় ইলীফস উত্তর দিলো:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিল এবং বলল,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 4:1
10 ক্রস রেফারেন্স  

তখন তেমান নিবাসী এলিফস, শুহা নিবাসী বিলদদ্‌ এবং নামাথ নিবাসী সোফর প্রভুর নির্দেশ অনুযায়ী কাজ করলেন এবং প্রভু পরমেশ্বর ইয়োবের বিনতি গ্রাহ্য করলেন।


এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ কোন মানুষ-সে যদি শ্রেষ্ঠ জ্ঞানীও হয়, তাতে ঈশ্বরের কি লাভ?


এর পরে তেমান নিবাসী এলিফস বললেনঃ সব ভুয়ো কথা ইয়োব, সব অসার কথা!


এরপর শুহানিবাসী বিলদদ্‌ বললেনঃ


এসব কথার উত্তরে ইয়োব বললেন,


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


আমার বিশ্রাম নেই, শান্তি নেই, যন্ত্রণারও কোন সীমা নেই।


আমি যদি কিছু বলি তাহলে কি তুমি বিরক্ত হবে? কিছু না বলে আমি আর চুপ করে থাকতে পারছি না।


ইদোম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন, তেমানের মানুষ কি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে? তাদের পরামর্শদাতারা কি তাদের সুপরামর্শ দিতে পারেনি? তাদের প্রজ্ঞা কি লোপ পেয়েছে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন