Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 বন্য বৃষ কি তোমার কাজ করবে? সে কি তোমার গোয়ালে থাকতে চাইবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে? সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে? সে কি রাতের বেলায় তোমার জাবপাত্রের পাশে থাকবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “ইয়োব, একটি বুনো বলদ কি তোমার কাজ করবে? সে কি রাত্রি বেলা তোমার শস্যাগারে থাকবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 বুনো ষাঁড় কি তোমার সেবা করে খুশি হবে? সে কি তোমার যাবপাত্রের কাছে থাকতে রাজি হবে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:9
9 ক্রস রেফারেন্স  

ঈশ্বর মিশর থেকে ওদের উদ্ধার করে এনেছেন, শৃঙ্গ যেমন বন্যবৃষের শক্তি স্বরূপ, তেমনি ওদের পরাক্রমও তিনি।


প্রথম গর্ভজাত বৃষের মতই তেজস্বী সে, বন্যবৃষের শৃঙ্গের মত তার শৃঙ্গযুগল, তার দ্বারা সর্বজাতিকে সে পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত করবে বিতাড়িত। ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর অযুত সহস্র জনগণই সেই শৃঙ্গযুগল।


কিন্তু তুমি উন্নত করেছ আমার শির বন্যবৃষের শৃঙ্গের মত, নূতন তৈলে অভিষিক্ত হয়েছি আমি।


পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।


সিংহের মুখ থেকে উদ্ধার কর আমায়, বন্যবৃষের শৃঙ্গের আঘাত থেকে বাঁচাও আমার বিপন্ন প্রাণ।


পাহাড়ে পাহাড়ে তারা চরে বেড়ায়, সবুজ তৃণের সন্ধানে ঘুরে বেড়ায় সর্বত্র।


তাকে কি তুমি জোয়ালে বেঁধে চাষে লাগাতে পার? তোমার জমিতে সে কি মই দিতে পারবে?


তাঁর মহাগর্জনে গোবৎসের মত কেঁপে ওঠে গিরি লেবানন, লাফায় শিশুবৃষের মত হার্মোন পর্বত।


দেশের পশু ও মানবকুল নির্বিশেষে নিমিষে নিহত হবে, রক্তে লাল হয়ে যাবে মাটি, মেদে পূর্ণ হবে চারিদিক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন