Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তুমি কি জান কয়মাস তারা গর্ভধারণ করে? কিম্বা কখন তাদের প্রসবের সময় হয়?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তারা কত মাস গর্ভধারণ করে, তা কি নির্ণয় করতে পার? তাদের প্রসবকাল কি জান?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তুমি কি গুনে দেখেছ কয় মাস ধরে তারা গর্ভধারণ করে? তুমি কি তাদের প্রসবকাল জান?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাহারা কত মাস গর্ভ ধারণ করে, তাহা কি নির্ণয় করিতে পার? তাহাদের প্রসবকাল কি জান?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 পাহাড়ী ছাগল ও হরিণ কতদিন ধরে তাদের বাচ্চাকে ধারণ করে তা কি তুমি জানো? কোনটাই বা তাদের জন্মানোর ঠিক সময় তা কি তুমি জানো?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তুমি কি তাদের গর্ভ মাস গুনতে পার? তুমি কি সেই দিন জান কখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:2
3 ক্রস রেফারেন্স  

ছুটে চলেছ তুমি মরুভূমির দিকে স্খলিত চরণে। সে যকন কামাবেগে মত্ত হয়, তখন কে পারে তাকে নিয়ন্ত্রণ করতে? কোন গর্দভকে তখন তার পিছনে ছুটে ক্লান্ত হতে হয় না, প্রজননের সময়ে তাকে পাওয়া যায় সহজেই।


তুমি কি জান পাহাড়ী ছাগেরা কখন জন্মায়? তুমি কি দেখেছ হরিণীরা কিভাবে প্রসব করে?


কখন তারা অবনত হয়ে প্রসব করে, তাদের শাবকদের জন্ম দেয়?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন