Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আমিই তখন ঢেকেছিলাম তাকে মেঘের আবরণে, জড়িয়ে রেখেছিলাম নিবিড় অন্ধকারে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তৎকালে আমি মেঘকে তার বস্ত্র করলাম, ঘন অন্ধকারকে তার আচ্ছাদন করলাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তৎকালে আমি মেঘকে তাহার বস্ত্র করিলাম, ঘন তিমিরকে তাহার পটিকা করিলাম;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সেই সময়, নবজাতককে পোশাক পরাবার মত আমি একটি পোশাকের মত মেঘগুলোকে চারদিকে জড়িয়ে দিয়েছিলাম এবং তাকে, একটি শিশুকে যেমন শক্ত করে কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হয় সেই ভাবে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যখন আমি মেঘকে তার বস্ত্র করলাম এবং ঘন অন্ধকার দিয়ে তার পট্টি করলাম?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:9
4 ক্রস রেফারেন্স  

সুগভীর জলধি ছিল তমসাবৃত। জলধির উপরে বিরাজিত ছিল ঈশ্বরের সক্রিয় শক্তি।


সমুদ্র যখন উৎস থেকে নিষ্ক্রান্ত হল তখন কে তাকে প্রতিরোধ করেছিল দ্বার রুদ্ধ করে?


আমি চিহ্নিত করেছিলাম সমুদ্রের সীমানা, স্থাপন করেছিলাম দ্বার ও অর্গল।


এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে? সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে? সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে? কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন