Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তার স্তম্ভগুলি কিসের উপর স্থাপিত? কে স্থাপন করেছে তার কোণের প্রস্তর?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তার ভিত্তিগুলো কিসের উপরে স্থাপিত হল? কে বা তার কোণের পাথর বসালো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কীসের উপরে তার অবস্থান খাড়া হল, বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহার চুঙ্গী সকল কিসের উপরে স্থাপিত হইল? কে বা তাহার কোণের প্রস্তর বসাইল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 পৃথিবীর ভিত্তি স্তম্ভগুলি কিসের ওপর বসে রয়েছে? তার জায়গায় কে প্রথম নির্মান-প্রস্তর রেখেছে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কিসের ওপর এটার ভিত স্থাপন করা হয়েছে? কে এটার কোনের পাথর স্থাপন করেছে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:6
13 ক্রস রেফারেন্স  

তিনি শূন্যের মাঝে উত্তর কোণ বিস্তৃত করেছেন, পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন শূন্যে।


তুমি পৃথিবীকে স্থাপন করেছ সুদৃঢ় ভিত্তির উপর, কোন কালে তা হবে না বিচ্যূত।


তারা ইচ্ছা করেই এ কথা এড়িয়ে যাবে যে ঈশ্বরের নির্দেশে আকাশমণ্ডল বহু পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। জল থেকে এবং জলের উপাদানেই এই পৃথিবী সৃষ্টি হয়েছিল।


ইসরায়েল সম্পর্কে প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী। প্রভু পরমেশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরে আত্মা সৃষ্টি করেছেন, তিনিই বলেনঃ


অতএব, এখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি সিয়োনে স্থাপন করছি এক সুদৃঢ় প্রস্তর। সেটি হবে কোণের মূল প্রস্তর। এই প্রস্তরের উপরে লেখা থাকবে, “বিশ্বাস যার অটল, সে কখনও বিচলিত হবে না।”


যে পাথরটি স্থপতিরা করেছিল বর্জন ব্যবহারের অযোগ্য বলে, সেটিই হয়ে উঠল কোণের প্রধান প্রস্তর।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


আমাদের পুত্রগণ যেন যৌবনে বেড়ে ওঠে সতেজ তরুর মত, আমাদের কন্যারা যেন হয় প্রাসাদের কোণের কারুকার্যশোভিত স্তম্ভের মত।


তিনিই জলধির উপর স্থাপন করেছেন এই পৃথিবী, প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবী, প্রতিষ্ঠিত করেছেন তার ভিত্তিমূল জলধির অতল গভীরে।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


নির্ধারণ করলেন সমুদ্রের সীমা, যেন তার জলরাশি অমান্য না করে তাঁর নির্দেশ, যখন তিনি স্থাপন করলেন পৃথিবীর ভিত্তিমূল,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন