Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমি যখন পৃথিবীর ভিত্তিস্থাপন করি, তখন কোথায় ছিলে তুমি? এতই যদি তোমার জ্ঞান, তবে উত্তর দাও!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যখন আমি দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে? যদি বুঝেছো, তবে আমায় বলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি, তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে, তবে বল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “ইয়োব, আমি যখন পৃথিবী সৃষ্টি করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তুমি প্রকৃতই জ্ঞানী হও তাহলে আমাকে উত্তর দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? যদি তোমার অনেক বুদ্ধি থাকে, তবে আমায় বল।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:4
18 ক্রস রেফারেন্স  

তুমি পৃথিবীকে স্থাপন করেছ সুদৃঢ় ভিত্তির উপর, কোন কালে তা হবে না বিচ্যূত।


আরও বলা হয়েছে: “প্রভু, আদিকালে তুমিই স্থাপন করেছ পৃথিবীর ভিত্তিমূল, আকাশমণ্ডলও তোমারই হাতে গড়া।


এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে? সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে? সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে? কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?


কিন্তু এই শেষ যুগে তিনি তাঁর পুত্রের মাধ্যমে আমাদের কাছে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন। পুত্রকেই তিনি সব কিছুর উত্তরাধিকারী নিযুক্ত করেছেন এবং তাঁর দ্বারাই তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।


তোমার রাজত্ব যুগে যুগে স্থায়ী, অতীতে তুমিই স্থাপন করেছ পৃথিবীর ভিত্তিমূল, আকাশমণ্ডলও তোমারই হাতে গড়া।


ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টির কাজ আরম্ভ করলেন। সেইরকম পৃথিবী ছিল বিশৃঙ্খল। সেখানে প্রাণের চিহ্নমাত্র ছিল না।


ঈশ্বর তাঁর সৃষ্টির সূচনার বহুপূর্বে আমাকে লাভ করেছেন, লাভ করেছেন তাঁর সকল কীর্তির আগে।


এই হল আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টিকাহিনী ।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


তুমি কি সৃষ্টির প্রথম মানুষ? পর্বতমালার উৎপত্তিরও আগে কি তোমার জন্ম হয়েছিল?


পৃথিবীর কর্তৃত্ব কি কেউ তাঁকে দিয়েছে? এ জগত পালনের দায়িত্ব কি কেউ তাঁর উপর অপর্ণ করেছে?


শিক্ষা লাভের জন্য তিনি পরামর্শ করেন কার সঙ্গে? কেঁ তাকে পরিচালনা করে ন্যায়ের পথে? কে তাঁকে দান করে জ্ঞান দেখায় তাঁকে প্রজ্ঞার পথ?


প্রভু পরমেশ্বর আপন ক্ষমতাবলে রচনা করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জগৎ-সংসার আপন প্রজ্ঞায়, করেছেন বিস্তার অসীম গগনতলে আপনার জ্ঞানে।


তিনি পর্বতের উৎপত্তি করেন, তিনিই করেন ঝড়ের সঞ্চার, মানুষের কাছে তিনি প্রকাশ করেন তাঁর পরিকল্পনা, ঊষার আলোককে তিনিই করেন তমসাবৃত, পৃথিবীর শীর্ষস্থানগুলি তাঁর পদানত, সর্বাধিপতি তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।


তিনি যখন বায়ুকে গতিবেগ দিলেন, জলধরের সীমা নির্দিষ্ট করলেন,


এ সকলই লুপ্ত হবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী, পরিধেয় বসনের মত সেগুলি জীর্ণ হবে, পোষাকের মত সেগুলি তুমি পরিবর্তন করবে অবলুপ্ত হবে সেই জীর্ণ বসন।


পরমেশ্বর আপন প্রজ্ঞায় স্থাপন করেছেন পৃথিবীর ভিত্তিমূল। প্রতিষ্ঠা করেছেন আকাশমণ্ডল আপন জ্ঞানমাহাত্ম্যে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন