Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 লিভিয়াথান দানবকে যারা জাগায় সেই ডাকিনীরাও শাপ দিক সেই দিনকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তারা তাকে বদদোয়া দিক;, যারা দিনকে বদদোয়া দেয়, যারা লিবিয়াথনকে জাগাতে নিপুণ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 যারা দিনগুলিকে শাপ দেয়, তারা সেদিনটিকে শাপ দিক, যারা লিবিয়াথনকে জাগাতে প্রস্তুত হয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাহারা তারে শাপ দিউক, যাহারা দিনকে শাপ দেয়, যাহারা লিবিয়াথনকে জাগাইতে নিপুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 যারা দিনকে অভিশাপ দেয় এবং যারা লিবিয়াথনকে জাগিয়ে তুলতে পারদর্শী, তারা যেন সেই রাতটিকে অভিশাপ দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তারা সেই দিন টাকে অভিশাপ দিক, যারা জানে কীভাবে লিবিয়াথনকে জাগাতে হয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:8
11 ক্রস রেফারেন্স  

তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে শিকার করতে পার? কিম্বা দড়ি দিয়ে তার জিহ্বা বিঁধতে পার?


তাকে জাগাবার সাহস কারও নেই, তাহলে আমার সম্মুখে কে দাঁড়াতে পারে?


সমাজভবনের অধ্যক্ষের বাড়িতে পৌঁছে তাঁরা দেখলেন সেখানে দারুণ গোলমাল হচ্ছে। লোকেরা কান্নাকাটি করছে আর চীৎকার করে বিলাপ করছে।


‘আমরা তোমাদের জন্য বাঁশী বাজালাম, কিন্তু তোমরা নাচলে না, আমরা বিলাপ করলাম, তবুও তোমরা কাঁদলে না।’


এই জন্যেই সর্বাধিপতি প্রভু বলেনঃহাটে বাজারে সর্বত্র উঠবে কান্নার রোল, পথে পথে লোকে হায় হায় করবে, কান্নাকাটি করার জন্য লোকে চাষীমজুর ডেকে আনবে, বিলাপ করার জন্য ভাড়া করা হবে পেশাদার লোক।


সে জেগে উঠলে মহাবলীও ভীত হয়, আতঙ্কে বিহ্বল হয়ে পড়ে।


নবী যিরমিয় তাঁর জন্য একটি বিলাপগাথা রচনা করেছিলেন। এরপর থেকে যখনই ইসরায়েলীদের কেউ রাজা যোশিয়ের জন্য শোক পালন করত, সেই সময় নর-নারী নির্বিশেষে সকলকে এই বিলাপগাথা গাইতে হত এবং এটি ইসরায়েলী গায়কদের অবশ্যই পালনীয় প্রথা হয়ে উঠল। বিলাপ গাথা সঙ্কলনে এই গানটি পাওয়া যায়।


বন্ধ্যা হোক সে রাত, হোক আনন্দোল্লাসহীন, নিস্তব্ধ নিঝুম।


সে দিনের প্রভাতী তারা হোক তিমিরাচ্ছন্ন, ব্যর্থ হোক তার আলোকের প্রত্যাশা, সে রাত যেন আর না পোহায়।


সেইদিন সমুদ্রের সেই বিরাটকায় পলায়মান নাগ সে সর্বাঙ্গ মোচড় দিয়ে দিয়ে পথ চলে, সেই লিভিয়াথানকে হত্যা করার জন্য ঈশ্বর তাঁর ভয়াবহ তীক্ষ্মধার তরবারি ব্যবহার করবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন