Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 বন্ধ্যা হোক সে রাত, হোক আনন্দোল্লাসহীন, নিস্তব্ধ নিঝুম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 দেখ, সেই রাত বন্ধ্যা হোক, আনন্দগান তাতে প্রবেশ না করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেরাতটি বন্ধ্যা হোক; কোনও আনন্দধ্বনি তাতে শোনা না যাক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 দেখ, সেই রাত্রি বন্ধ্যা হউক, আনন্দগান তাহাতে প্রবেশ না করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 সেই রাত্রি যেন কোন কিছু উৎপন্ন না করে। সেই রাতে যেন কোন খুশীর শব্দ শোনা না যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 দেখ, সেই রাত বন্ধ্যা হোক; কোন আনন্দের স্বর এটার মধ্যে না আসুক।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:7
6 ক্রস রেফারেন্স  

দেশটি মরুভূমি হয়ে যাবে। যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে পথে আনন্দ-উল্লাসের পরিসমাপ্তি ঘটাব আমি। বিবাহ-উৎসবের আনন্দমুখর ধ্বনি আর শোনা যাবে না সেখানে।


স্তব্ধ হয়েছে তাদের আনন্দ সঙ্গীত, থেমে গেছে পাখোয়াজ আর বীণার ঝঙ্কার।


ঘন ঘোর তমসায় লুপ্ত হোক বর্ষ ও দিনপঞ্জীর গণনা থেকে বাদ পড়ুক সেই রাত।


লিভিয়াথান দানবকে যারা জাগায় সেই ডাকিনীরাও শাপ দিক সেই দিনকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন