Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 ঈশ্বর তাদের ভবিষ্যৎ গোপন করে রাখেন, তাই যদি হয় তবে বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়ে। ঘুরে মরার জন্যই কি তাদের জন্ম?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কেন তাকে আলো দেওয়া হয়েছে যে আলো দেখতে পায় না, তার চারদিকে আল্লাহ্‌ বেড়া দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 কেন সেই মানুষকে যার পথ গুপ্ত জীবন দেওয়া হয়, যাকে ঈশ্বর ঘেরাটোপের মধ্যে রেখেছেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 ঈদৃশ লোকের পথ গুপ্ত, তাহার চতুর্দ্দিকে ঈশ্বর বেড়া দিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 যারা তাদের জীবনের পথ দেখতে পায় না তাদের কেন জীবন দেওয়া হয়? ঈশ্বর কেন তাদের মরণ থেকে দূরে সরিয়ে রাখেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 কেন একজন লোককে আলো দেওয়া হয়েছে যার রাস্তা লুকানো, একটি মানুষ যাকে ঈশ্বর চরিদিক দিয়ে বেড়া দিয়েছেন?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:23
13 ক্রস রেফারেন্স  

ঈশ্বর প্রাচীর তুলে আমার পথ বন্ধ করেছেন, যাতে আমি সে পথ দিয়ে যেতে না পারি। তিনি অন্ধকারে আচ্ছন্ন করেছেন আমার পথ।


আমায় শৃঙ্খলিত করেছেন তিনি, বন্দী আমি তাঁর হাতে, পালাবার নেই কোনও পথ।


হে ইসরায়েল, তবে কেন কর অনুযোগ এই কথা বলে: প্রভু পরমেশ্বর জানেন না তোমার দুর্দশার কথা অথবা করেন না তিনি কোন প্রতিকার হয়ে থাক যদি অন্যায় অবিচারের শিকার!


সেইজন্য আমি তার পথে কাঁটা দিয়ে পথরোধ করব, তার চারিদিকে গেঁথে তুলব প্রাচীর, যেন সে সেই পথে যেতে না পারে।


পাথরের দেওয়াল রোধ করে আমার চলার পথ, সোজা হয়ে আমি পারি না চলতে, পা দুখানি করে টলমল।


আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়, করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ।


শত্রুর হাতে তুমি দাওনি আমায় তুলে, প্রশস্ত অঙ্গণে আমার চরণে দিয়েছ স্বচ্ছন্দ গতি অবারিত পথে।


আমার বিরুদ্ধে তিনি সৈন্যবাহিনী পাঠিয়েছেন আমাকে আক্রমণ করার জন্য। তারা আমার শিবিরের চারিধারে পরিখা খনন করে অবরোধ করেছে আমাকে।


ঈশ্বর যদি ভাঙ্গেন, তাহলে কেউ তা পুর্নগঠন করতে পারে না। তিনি যদি কাউকে অবরুদ্ধ করেন, কেউ তাকে মুক্ত করতে পারে না।


কিন্তু জেনে রেখ, ঈশ্বরই আমাকে এই দুর্দশায় ফেলেছেন, তাঁর পাতা জালে আমাকে আবদ্ধ করেছেন।


তাদের জীবনে কোন আনন্দ নেই মৃত্যু ও সমাধিতেই তাদের পরম শান্তি। তাই যদি হয় তবে,


তুমি আমার চরণ শৃঙ্খলে আবদ্ধ করেছ, আমার প্রতিটি পদক্ষেপ তুমি লক্ষ্য করছ। আমার পদচিহ্নগুলিও তুমি পরীক্ষা করে দেখছ।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন