Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 3:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তাদের জীবনে কোন আনন্দ নেই মৃত্যু ও সমাধিতেই তাদের পরম শান্তি। তাই যদি হয় তবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কবর পেতে পারলে তারা আহ্লাদ করে, মহানন্দে উল্লসিত হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 কবরে গিয়ে যারা আহ্লাদিত হয় আর যারা মহানন্দে উল্লসিত হয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে, মহানন্দে উল্লাসিত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 ঐ লোকরা ওদের কবর খুঁজে পেলে অত্যন্ত খুশী হবে এবং আনন্দে গান গাইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কেন তাকে আলো দেওয়া হয়েছে যে খুব আনন্দ করে এবং গর্বিত হয় যখন সে কবর খুঁজে পায়?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 3:22
10 ক্রস রেফারেন্স  

তারা মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু আসে না তাদের কাছে, ধনরত্নের চেয়ে কবরই তাদের প্রিয়।


ঈশ্বর তাদের ভবিষ্যৎ গোপন করে রাখেন, তাই যদি হয় তবে বেষ্টনীর মধ্যে আবদ্ধ হয়ে। ঘুরে মরার জন্যই কি তাদের জন্ম?


সমাধিভূমির মাটিও তার প্রতি সদয়, তার শবযাত্রার আগে ও পিছনে অসংখ্য লোক মিছিল করে যায়


এবং এই মন্দ জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে, যে সমস্ত জায়গায় আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখানে তারা বেঁচে থাকবে। কিন্তু তারা তখন আর বাঁচতে চাইবে না, মৃত্যুই হবে তাদের পরম কাম্য। আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


হায়, ঈশ্বর কেন আমার ইচ্ছা পূর্ণ করেন না? কেন আমার প্রার্থনায় সাড়া দেন না?


তাহলে আমি সান্ত্বনা পেতাম উল্লসিত হতাম দুঃসহ যন্ত্রণার মধ্যেও।


এই রুগ্ন জীর্ণ দেহে তখন বেঁচে থাকার চেয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মৃত্যুই হয় আমার পরমকাম্য।


কিন্তু দুষ্টেরা হতাশায় জর্জরিত হবে, খুঁজে পাবে না তার পরিত্রাণের কোন পথ, মৃত্যুই হবে তাদের পরিণতি।


মনে হচ্ছে আমার, যারা বেঁচে আছে তাদের চেয়ে যারা মরে গেছে তারাই বরং সুখী।


কিন্তু এদের চেয়েও সুখী তারা যারা জন্মায় নি এখনও। কারণ জগতে যে সব দুষ্কর্ম ঘটছে তা তারা দেখেনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন